শরীর যার যার সন্তান সবার
লিখেছেন লিখেছেন নাওয়াজ মারজান ২৭ মে, ২০১৪, ০৯:৩০:০৭ রাত
একটা পাক্ষিক পড়ছিলাম। পত্রিকা পড়ার অভ্যাসটা কমে গেলেও ছেড়ে দিতে পারিনি। অভ্যাসের তাড়নায় পাক্ষিকটি পড়তে বসলাম। প্রথমেই সম্পাদকীয়তে চোখ আটকেলো। সম্পাদকীয় পড়ে বুঝতে পারলাম এটা একটি নারীবাদি পত্রিকা। এই পত্রিকার সম্পাদকও একজন নারী। পত্রিকাটির এডভ্রাইজ না হওয়ার জন্য নাম উল্লেখ করছি না। সম্পাদকীয়টি পড়ে তখনি ইচ্ছে হচ্ছিলো পত্রিকাটি ছিড়ে ফেলতে। ইচ্ছে করলেই সব কাজ করা সম্ভব হয় না। তাই আর ছিড়তে পারলাম না।
এত লেকচার টেনে আর লাভ নাই, মূল কথায় ফিরি। আলোচনায় ফেরার আগে আলোচনার স্বার্থে সম্পাদকীয়'র কিছু অংশ তুলে ধরছি, " আগে মেয়েদের বিয়ে মানেই মা হওয়া। শ্বশুর বাড়িতে তাকে আশীর্বাদ করা হতো এই বলে, যেন সে শতপুত্রের জননী হয়। মেয়েরাও ঋতুবতী হওয়ামাত্রই সতর্ক পাহারায় থাকতো যেন কোন অভিঘাত অবাঞ্ছিত মাতৃত্বের কবলে নিপতিত না হয়। এখন দিন বদলেছে। গর্ভধারণ রোধের ব্যবস্থা উদ্ভাবিত হয়েছে। বড়ি থেকে শুরু করে নানা পদ্ধতি। এখন মা হওয়া না-হওয়াটা নির্ভর করছে মেয়েটির ওপর। অনেকেই আজকাল মা হওয়া থেকে বিরত থাকেন। সমাজও মেনে নিয়েছে মেয়েদের এই ইচ্ছেকে। অনেকে নিজে মা না হয়ে (হবার ক্ষমতা থাকলেও) অন্যের সন্তান দত্তক নিয়ে মা হচ্ছেন।
মোটকথা, নারী বলছে- শরীর তার, সিদ্ধান্তও তার। নিজের শরীর নিজ আয়ত্তে রাখার অধিকার নারী সন্তান ধারণ না করে জানিয়ে দিচ্ছেন। স্বাগত নারীর এই আত্মপ্রত্যয়কে। নারী প্রমাণ করতে চায়, মা হতে হবে এমন প্রথা আজ অচলপ্রায়।"
লেখাটি পড়ার পর মাথা কামড়াচ্ছে। আশ্চর্য একটা তত্ত্ব সম্পাদক দিলো। সন্তান ধারণ করবে কিনা এটা শুধুই নারীর ইচ্ছের উপরই হবে? পুরুষের কোনো ইচ্ছের মূল্যই থাকবে না। পুরুষ এতা কষ্ট করে একটা নারীকে সুখ দিবে আর নারী ইচ্ছে হলেই সন্তান ধারণ করবে না! সমাজও নাকি এটা মেনে নেবে! তারা কোন সমাজের কথা বলছে। এটা কি আমাদের সমাজ। বাঙালিদের সমাজ? পাশ্চাত্যসমাজ এটা মেনে নিলেও বাঙালি সমাজ কোনো কালেও এটা মেনে নেবে না। সন্তান ধারণের ইচ্ছে কেবল নারীর উপর ছেড়ে দিলেই চলবে না। নারী স্বাধীনতার নামে এই স্বাথর্বাদী গোষ্ঠি যে সব অপ্রচার চালাচ্ছে তা দেখে আমরা বড়ই আশ্চর্য হচ্ছি।
বিষয়: বিবিধ
১৫৮৩ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ জানবেন।
সেক্ষেত্রে পুরুষও বলতে পারে , দুধ ও মাংশ যদি বাজারেই কিনতে পাওয়া যায় তাহলে কষ্ট করে কে গরু পালতে যাবে ?
টাকা আমার, ভরনপোষনও কিভাবে করবো সেটার সিদ্ধান্তও আমার ।
ধন্যবাদ।
২। সম্ভব হলে 'এন্ড টাইমস ইন ইসলাম' লিখে হাদীস সার্চ করুন - এতে ও অনেক কিছু যোগ বিয়োগ হয়ে স্পষ্ট হবে।
আর স্যেকুলার পয়েন্ট অব ভিউ তে বোঝার জন্য চিন্তা করুন -
৩। পতিতা পল্লীর কাস্টমার বাড়াবার জন্য এবং সদূর প্রাসারী আয় বৃদ্ধি করার জন্য - দায়িত্ব প্রাপ্ত ব্যাক্তি/ব্যক্তিবর্গকে মার্কেটিং এর জন্য এমন আইডিয়া বাজারে থ্রো করতে হবে, যাতে করে ছেলেদের জন্য নিজের ঘরে সাপ্লাই সন্কুচিত হয় - এবং বাধ্য হয়ে পতিতা পল্লীতে পা বাড়ায়।
মন্তব্য করতে লগইন করুন