কেবল ঐশীকে দায়ী করা যাবে না
লিখেছেন লিখেছেন নাওয়াজ মারজান ২১ আগস্ট, ২০১৩, ০১:২৫:১৫ দুপুর
দেশ যেখানে গণতান্ত্রিক, সমাজ যেখানে অন্ধ সেখানে ঐশী রহমানের এই সাধারণ পাপতো পাপই নয়। ঐশীকে তার স্বাধীনতা, তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিলো বলেই মেয়েটি এই হত্যাকাণ্ড করতে বাধ্য হয়েছে। সংবিধানকে কলঙ্কময় করে নেশা করা যখন অধিকার বলা হয়, ছেলেমেয়ের অবাধসম্পর্ক যখন জায়েয হয় তাইলে ঐশীকে কেন রুদ্ধ করে রাখা হয়েছিলো? এই রুদ্ধ রাখার জন্যই ক্ষোভে মেয়েটিতার বাবা-মাকে হত্যা করে। তার পাপের জন্য ঐশীকে আমি দায়ী করবো না। এই পাপপেরজন্য দায়বদ্ধ থাকবে আমাদের অন্ধসমাজ, কুফুরি গণতন্ত্র, আর নির্লজ্জ আধুনিকতা।
'বন্ধুদের সাথে আড্ডা এবং মারণনেশা ইয়াবা সেবনসহ অবাধ চলাফেরায় বাধা দেয়ায় মা-বাবার ওপর তীব্র ক্ষোভের সৃষ্টি হয় ঐশীর। সবশেষ বাসায় বন্দী করে রাখা ও তার ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করায় আরো ক্ষিপ্ত হয়ে ওঠে সে। পথের কাঁটা সরাতে বাবা-মাকে খুন করার মতো সিদ্ধান্ত নেয় পুলিশের বিশেষ শাখা (এসবি) কর্মকর্তা মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না রহমানের একমাত্র মেয়ে ঐশী।' [দৈনিক নয়া দিগন্ত]
https://www.facebook.com/nawaz.marjan.9/posts/488502974574014
বিষয়: বিবিধ
১৪০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন