অনেক ভাইকে দেখা যায় জুমা'র নামাজ পড়তে গিয়ে>>>>>>

লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৮ মার্চ, ২০১৩, ১০:৩৩:১৮ সকাল

অনেক ভাইকে দেখা যায় জুমা'র নামাজ পড়তে গিয়ে ইমাম সাহেবের খোতবার সময়ে সপ্তাহে ঘটে যাওয়া বিষয় গুলো নিয়ে টকশো'র মত আড্ডা দিতে । ভাই এটা ঠিক নয় !!!

জুমা'র ফজিলত বর্ণনা করতে গিয়ে রসুল(সঃ) বলেন ,

আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “যে ব্যক্তি উত্তমরূপে উযু করার পর জুমু'আর নামাযে এলো, নীরবে মনযোগ সহকারে খুত্বা (আলোচনা) শুনলো, তার পরবর্তী জুমুআ পর্যন্ত এবং আরো অতিরিক্ত তিন দিনের গুনাহ্ মাফ করে দেয়া হয়। আর যে ব্যক্তি (অহেতুক) একটি কঙ্কর(পাথর) স্পর্শ করলো সে অনর্থক কাজ করলো।”

-[মুসলিম;৩য় খন্ড - ১৮৬৫]

হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্নিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, “ইমামের খুত্বা দেয়ার সময় যদি তুমি কাউকে চুপ থাকতেও বল তবে তুমি বেহুদা কাজ করলে।”

-[বুখারী; ২য় খন্ড - ৮৮৭, মুসলিম, নাসাঈ, আবু দাউদ; ২য় খন্ড - ১১১২]

বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File