হে মুসলিম যুবক___

লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৫ মার্চ, ২০১৩, ০৬:৩৫:১৯ সন্ধ্যা

ঘণ্টার পর ঘণ্টা আরাম কেদারায় বসে পপকর্ণ খেতে খেতে ক্রিকেট ম্যাচ দেখায় যদি আপনার ধৈর্যের

কোন ব্যাঘাত না ঘটে, মাঝরাতে রিয়াল- বার্সা এল ক্লাসিকো দেখতে যদি আপনার ধৈর্যের বানে এতটুকু ভাটা না পড়ে, পিরিতির আমি- তুমি জাতীয় বিশাল বিশাল পিরিতনামা যদি পড়ে ফেলতে পারেন এক নিঃশ্বাসে!

কিন্তু......... ইসলামের দুইটা কথা শোনতে আপনার ধৈর্য নেই, ১০ মিনিট খরচ করে নামাজ পড়তে বললে আপনার কাপড় নষ্ট থাকে,

এমনকি টিভি রেডিওতে ডিস্কোর ফাঁকে ফাঁকে আজানটা শুনতেও আপনার ধৈর্য নেই__ দ্রুত চ্যানেলটা পাল্টে দেন! তাহলে bro you have a big big problem with your imaan!! আপনি যাইহোন না কেন, দুনিয়ার যতবড় সফল ব্যক্তিই হন না কেন__you are not a mumeen!!

তাঁর চেয়েও বড় কথা ইসলামের ইস্যুতে ধৈর্যহীনটা ইসলামের প্রতি অন্তরের কাঠিন্য প্রকাশ করে অন্তরের যে কাঠিন্যের

কথা বলে আল্লাহ তায়ালা কুরআনে অনেক আয়াতে মানুষকে ভয় দেখিয়েছেন। ধৈর্যহীনদের সাথে শয়তানের সখ্য বেশ মধুর। "ধৈর্যহীনতা" আর "মুমিন" শব্দ দুইটা কখনো একসাথে যায়না__ যাবেওনা। আতর

আলী নাম রাখলেই গায়ে আতরের সুবাস থাকেনা__ আতর লাগাতে হয়!! "মুমিন" নাম রাখলেই মুমিন হওয়া যায়না! অনেক হাতিয়ার লাগে। ধৈর্য মুমিনের এক অসাধারণ হাতিয়ার। আমেরিকার মিশাইলের

চেয়ে একজন মুমিনের ধৈর্য শত্রুর বুকে কাঁপন ধরাতে পারে অনেক বেশী! আল্লাহ আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহ্র উপর আস্থা রাখার তৌফিক দান করুন... আমীন।

বিষয়: বিবিধ

১২৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File