পবিত্র কুর'আন ও মেডিকেল সাইন্স।
লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৪ মার্চ, ২০১৩, ০৪:০৬:১৬ বিকাল
পবিত্র কুর'আন ও মেডিকেল সাইন্স।
" যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছে তাদের
আমি অচিরেই জাহান্নামের আগুনে পুড়িয়ে দেবো, অতপর
(পুড়ে যখন) তাদের দেহের চামড়া গলে যাবে তখন
আমি তার বদলে নতুন চামড়া বানিয়ে দেবো,
যাতে তারা আযাব ভোগ করতে পারে, অবশ্যই আল্লাহ
তাআলা মহাপরাক্রমশালী, বিজ্ঞ কুশলী"
সূরা আন্ নেসা, আয়াত- ৫৬
★মেডিকেল সাইন্স অনুসারে, চামড়াতে অটোনমিক নার্ভ
দ্বারা মানুষ স্পর্শ, চাপ, ব্যথা, ঠান্ডা ও গরম অনুভব
করে থাকে। চামড়াতে থাকা বিভিন্ন রিছেপ্টরের
মাধ্যমে তা আমাদের মাথায় পৌছায়। তখন আমরা এইসব
অনুভুতি গুলো বুঝতে সক্ষম হই। এখানে উল্লেখ করা যায়
যে, যেসব অনুভুতি গুলো আমরা আমাদের
চামড়াতে বুঝি তা আমাদের চামড়ার নিচে যে মাংসপিণ্ড
বা বিভিন্ন অরগান রয়েছে (যেমন লিভার, কিডনী)
সেগুলো দ্বারা অনুভব করা সম্ভব নয়। উদাহরণ
হিসেবে বলা যায়, আমাদের শরীরের
চামড়া সরিয়ে ফেলে আমাদের মাংসপিণ্ড যদি কেউ
পুড়িয়ে দেয় আমরা তাতে কোন জ্বালা-যন্ত্রণা অনুভব
করবো না। কারণ পুড়ে যাওয়ার
যন্ত্রণা বহনকারী রিছেপ্টর ঐ সকল জিনিসে থাকে না।
শুধুমাত্র চামড়া পুড়লেই আমরা পুড়ে যাওয়ার
যন্ত্রণা উপলব্ধি করবো।
তাই আল্লাহ্ তা'আলা এই আয়াতে একবার
চামড়া পুড়ে গেলে আবার নতুন চামড়া বানিয়ে দেবার
কথা উল্লেখ করেছেন।
তাই আসুন, আমরা আল্লাহ্র পথে চলার জন্য সচেষ্ট হই।
আর দোয়া করি যেন, ঐরকম আযাব থেকে আল্লাহ্
আমাদের সবাইকে রেহাই দেন। আমীন।
বিষয়: বিবিধ
১১৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন