জাতীয় চোরের সংগীত !!

লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৪ মার্চ, ২০১৩, ০১:৩৩:৪৫ দুপুর

চল... চল... চল...

উর্দ্ধ মহলে চোরের দল

খাটিয়ে প্রভাব খাটিয়ে বল

দেশের বারোটা বাজিয়ে চল

চলরে চলরে চল ।

নিজের কপালে হানি আঘাত

জনতা খাইবে পান্তা ভাত

আখের গোছায় নেতার হাত

দেশ সেবা তো ছল

চলরে চলরে চল ।

গরিবের লাগিয়ে গাহিয়া গান

গ্রামকে বানাবো মহা শ্মশান

যুবদের চরিত্র করিব দূর্বল

চলরে চলরে চল ।

উদোর পিন্ডি বুধোর ঘাড়ে

নেতারা সব চড়িয়ে ছাড়ে

চোরের মায়ের বড় গলা

এমনই সব ছল

চলরে চলরে চল । ।

বাবু এখন বেড়াল পোষেন

যাকে খুশি তাকেই দোষেন

খলের বেড়াল বেরিয়ে গেলে

উপায় কী আর বল

চলরে চলরে চল ।

সূর্য থেকে বালি গরম

ইহা সত্য ইহা পরম

খালি পায়ে বালির উপর

আমজনতার ঢল

চলরে চলরে চল । । । ••••••••••••••••

বিষয়: বিবিধ

১৪১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File