হে মুহাম্মাদ(সা)!) যে আপনাকে ঘৃণা করে সে-ই হবে বিচ্ছিন্ন। (সূরা কাওসার:৩)

লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ০৩ মার্চ, ২০১৩, ০৩:২০:১৭ দুপুর

ব্যাখা: ১। রাসূলুল্লাহ(সা) এর ছেলে কাসিম এর মৃত্যুরপর কাফেররা এই নিয়ে উপহাস করেছিল যে রাসূলুল্লাহ(সা) নির্বংশ হয়ে গেলেন। তার জবাবে আল্লাহ্‌ এই সূরা এবংএই আয়াত নাজিল করেন।

২। আল্লাহ্‌ বলেন যে, রাসূলুল্লাহ(সা) নির্বংশ হবেন না বরং তাঁকে নিয়ে যে উপহাস করবে সেই নির্বংশ হবেএবং দুনিয়া থেকে বিচ্ছিন্ন হবে। উপহাসকারীদের হয় বংশধর থাকবে না অথবা বংশধর থাকলেও তারা ওদের নিয়ে গর্বিত হবে না। অন্যদিকে ফাতিমা(রা) এর সন্তানদের মাধ্যমে রাসূলুল্লাহ(সা) এর বংশধরেরা পৃথিবীতে রয়ে গেছে এবং রাসূলুল্লাহ(সা) মানব ইতিহাসের সর্বাধিক প্রশংসনীয় ব্যক্তি।

৩। উপরন্তু উপহাসকারীরা দুনিয়ার সকল মঙ্গল থেকে বিচ্ছিন্ন হবে অর্থাৎ এরা কখনোই ইসলামের আলোয় আলোকিত হতে পারবে না।

৪। উপহাসকারীরা পরকালের সকল মঙ্গল থেকেও বিচ্ছিন্ন হবে কারণ এরা দুনিয়ায় রাসূলুল্লাহ(সা) কে ঘৃণা করত।

৫। আনাস (রা) হতে বর্ণিত। রাসূলুল্লাহ (সা) বলেছেন, তোমাদের মধ্যে কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না সে আমাকে ভালবাসবে তার পিতার চাইতে বেশী, তার সন্তানের চাইতে বেশী এবং সমগ্র মানবজাতির চাইতে বেশী। - সহীহ বুখারী ।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File