●●জমজম কূপ সম্বন্ধে কিছুজানাঅজানা তথ্যঃ
লিখেছেন লিখেছেন হেলাল আলনুর ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩৬:২৪ দুপুর
●-১) আল্লাহ তা'লার অসীম কুদরতে ৪০০০
বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
●-২) ভারী মোটরের
সাহায্যে প্রতি সেকেন্ডে ৮০০০
লিটার পানি উত্তোলন করার পরও
পানি ঠিক সৃষ্টির সূচনাকালের ন্যায়।
●-৩)পানির স্বাদ পরিবর্তন হয়নি,
জন্মায়নি কোন ছত্রাক বা শৈবাল।
●-৪) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র
১১ মিনিটেই
আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
●-৫) এই কূপের পানি কখনও শুকায়নি,
সৃষ্টির পর
থেকে একই রকম আছে এর পানি প্রবাহ,
এমনকি হজ্ব
মউসুমে ব্যবহার কয়েক গুণ
বেড়ে যাওয়া সত্বেও
এই পানির স্তর কখনও নিচে নামে না।
●-৬) সৃষ্টির পর থেকে এর গুনাগুণ, স্বাদ ও
এর
মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে।
●-৭) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও
ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য
পানির
থেকে বেশী, এজন্য এই পানি শুধু
পিপাসা মেটায় তা না,
এই পানি ক্ষুধাও নিবারণ করে।
●-৮) এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ
বেশী থাকার
কারণে এতে কোন জীবানু জন্মায় না ।
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন