রক্তর বন্যা
লিখেছেন লিখেছেন নুর আলম ০৩ মার্চ, ২০১৩, ০৭:৪৫:৪৫ সন্ধ্যা
আমি একজন শিক্ষক , আমার পেশা ছাত্র ছাত্রী কে শিক্ষা দেওয়া । কিন্ত আজ যখন ক্লাসে পড়াতে যাই তখন লজ্জা হয় । কারন আমিই তো একদিন তাদের শিক্ষা দিয়ে ছিলাম । আমাদের কত সুভাগ্য যে আমরা স্বাধীন দেশে জন্ম গ্রহন করে ছি। এই স্বাধীনতা পেতে আমাদের পুর্ব পুরুষেরা কত জীবন দিয়াছে । ৩০লক্ষ মানুষ শাহাদাত বরন করেছে কত মা বোন ইজ্জত দিয়াছে ,তাহার সঠিক হিসাব সম্ববনয় । কিন্ত আজ যখন এই স্বাধীন দেশে যখন কত গুলো স্বার্থম্বেশী মহল নিজেদের স্বার্থ হাসীলের জন্য পাখির মত গুলি করে মানুষ মার ছে স্বাধীন দেশে একি পরাধীনতার আবাস বুঝতে পারি না । আজকে আমি এই কচি ছেলে মেয়েদের কাছে কি জবাব দেব ? জবাব দেওয়ার ভাসা যেন আজ হারিয়ে ফেলে ছি । আমি একজন শিক্ষক হিসাবে সরকার কে উপদেশ দেব এই প্রতিহিংসার রাজনীতি ছেড়ে দেশের উন্নয়নে কাজ করুন হত্যা নয় দেশের মানুষ কে ভাল বাসতে শিখুন । এই দেশের মানুষ ই আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছে দেশের মন্গলের জন্য হত্যার জন্য নয় । আজকের বগুড়ার গণ জাগরন থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার জন গণ পারে না , এমন কিছু নেই । জন গণ সকল শক্তির মাধ্যম । জনগণেক বাদ দিয়ে হত্যা করে সন্ত্রাস করে ক্ষমতায় টিকে থাকা যায় না । শেখ হাসিনা কে উপদেশ দেই আপনার স্বরাষ্ট মন্ত্রি মহিউদ্দিন আপনাকে একদিন ডুবাবে আপনি তার সংগ ছেড়ে দিন । জনগনের দাবি তাদের প্রানের দাবি তত্ব বদায়ক সরকার ও আইনের স্বাসন প্রতিষ্টিত করুন । দেলু শিকদারের নামে র রাজাকারের স্থলে প্রতি হিংসা পরায়ন হয়ে একজন ক্ষাতি মান আলেম দেলোয়ার হোসেন সাইদিকে দোশি করে প্রহসন সৃষ্টি না করে তার উপর থেকে সকল মিথ্যা মামলা পত্যাহার করুন । তাহাহইলে দেশে স্বান্তি আসতে পারে । নইলে দেশে এমন অগুন জ্বলবে সে আগুনে আপনি পুলিশ দিয়ে কেন দুনিয়ার কোন শক্তি দিয়েই এই আগুন নিবাতে পারবেন না । আল্লার গজবে আপনার পিতা ভাই দের যে অবস্তা হয়ে ছিল তার থেকেও আপনার পরিনতি আরো খারাপ হবে । দেশের প্রধান মন্তী হয়ে দেশের কথা বাবুন আপনার মংগল হবে ।নইলে দেশের মানুষ আপনাকে ক্ষমা করবে না ।
বিষয়: রাজনীতি
১৩৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন