আর কত রক্ত
লিখেছেন লিখেছেন নুর আলম ০১ মার্চ, ২০১৩, ০৯:৩৪:৩৯ রাত
আমি জানাযায় দেখলাম এত মানুষ আমি কোন দিনও দেখিনাই ১৪৪ দ্বারা ভেন্গে
হাজারো জনতা অংশ গ্রহন করে ছে সিরাজ গন্জে পুলিশের গুলিতে শাহাদত বরন কারী ২জন ছাত্র শিবিরের । সিরাজ গন্জ চন্ডি দাশ গাঁতি স্কুল মাঠে লক্ষ লক্ষ জনতার ডল । মনে হল এটা যেন কার বালার প্রান্তর । বাচ্চা ২ টি ছেলে কেবল ৮ম শ্রেনীতে পড়ে রাজনীতির কিছুই হয়তো বোজে না কিন্ত হয়তো কোন এক জন সবায় দেলওয়ার হোসেন সাইদীর ওয়াজ শুনেছে তাই তাকে ভাল বেসে ফেলে ছেআর তাই তো তার ফাসির আদেশ মেনে নিতে পারে নাই । রাস্তায় এসে ছিল বন্দুদের সাথে আর এই আসাই তার জীবনের জন্য কাল হয়ে দাড়াল । পুলিশের গুলি কেড়ে নিল তরু তাজা ২ টি প্রান । কি অন্যায় ছিল তাদের ?গণ তন্তের জন্য আমেরিকা সারা পৃথিবীতে আগ্রাসন করে বেরাচ্ছে আর সেই গণ তান্তিক দেশে আমরা কি দেখছি । মানুষ মারা জাওয়ার পর জানাজার নামাজ পড়তেও সেখানে বাধা । এ কি সভ্য হাসিনার অসভ্য খেলা এই খেলা বন্ধ করুন নই লে বাংলার মানুষ আপনার মুখোশ খুলে দিবে । আর যদি বাংলার মানুষের উপর একটি গুলি চলে তাহা হলে বাংলার মানুষ আপনাকে চিতায় জালাবে ।আপনার পিতার লাস পাওয়া গিয়া ছিল আপনার তাও পাওয়া যাবে না । বাংলার মানুষ বাচতে শিখেছে মরতেও শিখেছে সুতরাং রক্ত নিয়ে খেলা বন্ধ করুন । আমাকে রাজাকার বলতে পারেন আমি ভয় পাই না । আমি যদি রাজাকার হই আপনি বড় রাজাকার বাংলার মানুষ যখন পাকিস্তানের হানাদার দের সাথে যুদ্ধ করল তখন কোথায় ছিলেন আপনারা । আজ উচ্চ আসনে বসে নিরহ মানুষের উপড় গুলি চালিয়ে , আর কত মায়ের ভুক খালি করবেন । গণ তন্তের কথা বলেন সে কথা আপনার মুখে মানায় না মোনাফেকের কথা মানুষআর বিশ্বাশ করবে না । যুদ্বের পর বর্তি সময়ের কথা শুনেছি ভারত থেকে আমধানী করা লক্ষি বাহিনি দিয়ে আপনার বাবা দেশ চালাতে চেয়ে ছিল পারেে নাই । আপনি পুলিশ বাহিনী দিয়ে দেশ চালাবেন পার বেন না । তারাও জানে মিথ্যা দিয়ে সত্য কে চাপা দেওয়া যায় না ।
বিষয়: বিবিধ
১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন