নিঃসজ্ঞ একা
লিখেছেন লিখেছেন নুর আলম ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:৪৮:১৭ রাত
গ্রামের ছায়া ঘেরা বাড়ি টাতে আমি যখন থাকতাম একা
আনন্দ আর উল্লাসে মেতে থাকতো আমার ঘর টা
সেখানে এখন নির্জন সন্ধায় খেলা করে
শিয়াল কুকুর আর বিড়ালের দল ।
আমি নাউ বলে সেখানে আসে না আর
শেষ বিকালের পড়ন্ত সন্ধায়
আড্ডা দিতে বন্ধুরা আর ।
কাজের বুয়ার থালা বাসনের শব্দ শোনা যায় না আর
আমি নেই বলে সেই বাড়ীতে এখন নেই অনেক কিছু
এখন পড়তে এসেও ফিরে যায অনেক ছাত্র
ভাল শিক্ষকের ক্ষাতি টুকু হারাতে বসেছি আজ।
বন্ধুরা কেউ কেউ মোবাইলে বলে আমি নাকি শুখে আছি
কিন্ত তারা তো জানে না আমি কত শুখে আছি
শহরের প্রান হীন কল হলে আমি তো একা
মনে হয় আমার মধ্যে প্রান নাই
আছে শুধু খাচা
যে দিন সব কিছু ফেলে ফিরে আসব
সেই পুরানো ভান্ঞা বাড়ি
সে দিন তোমরা বুঝবে
আমি কত ভাল আছি
বিষয়: বিবিধ
১১৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন