রাজনীতিতে উত্তরাধিকারঃবিএনপি বনাম আওয়ামিলীগ-০১- মাহবুব সুয়েদ

লিখেছেন লিখেছেন সমশের ০৪ মে, ২০১৩, ০৫:৫০:৪৪ সকাল

সময়টা ২০০৯ সালের শেষের দিকে।বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপির) কাউন্সিলের পরের দিন।আমি আমার কর্মস্থলে (লন্ডনে) সকাল বেলা পৌছে সহকর্মীদের মাঝে বিএনপির কাউন্সিল নিয়ে তুমুল বিতর্ক চলতে দেখলাম।কেউ বলছেন সম্মেলন সফল হয়েছে কেউ বলছে নিয়ম রক্ষার সম্মেলন করেছে বিএনপি আবার কেউ কেউ জনাব তারেক রহমানের পদোন্নতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন।আমি তখন লন্ডনে নতুন এমনকি এই কাজেও নতুন কাজেই নিরব দর্শক হওয়া ছাড়া উপায় ছিলনা।বয়স্ক একজন যাকে নানা বলেই ডাকতাম তিনি বেশ রাগত স্বরে বললেন যে,বিএনপি সেই দল যার জন্ম ক্যন্টনমেন্টে কাজেই এদের নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে পারিবারিক যোগ্যতায় তারেকের মত লোকই নির্বাচিত হবে এটি স্বাভাবিক।নানা আমার অন্ধ মুজিব ভক্ত।তিনি এও বললেন গনতান্ত্রীক ভাবে কিভাবে নেতৃত্ব তৈরি করতে হয় তা বিএনপির শেখ হাসিনার কাছ থেকে শিখা উচিত।

দ্বীর্ঘ প্রায় চার বছর পরে আজ হঠাৎ দেশের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে আমার এক বন্ধুর সাথে কথা হচ্ছিল এবং সেও আমার সেই বৃদ্ব নানার মত বিএনপি বিশেষ করে তারেক রহমানকে নিয়ে খুব কটু কথা বলল।বন্ধুটি জানে যে আমি বিএনপির কোন কর্মী নই কিন্তু যেহেতু দেশের স্বার্থে আমি জাতীয়তাবাদি শক্তির শুভকামনা করি এবং শহীদ জিয়ার প্রতি শ্রদ্বা পোষন করি তাই সে আমাকে বেশ কিছু আওয়ামী যুক্তি (সাধারনত এরা আসলেই আওয়াম অর্থ্যাৎ নির্বোধের মত কথা বলে) শুনিয়ে দিল এবং আমার লা-জওাব মনোভাব দেখে সে বিজয়ীর হাসি দিল।তার তৃপ্তির ঢেকুর শেষ হলে বলেছিলাম তোমার কথা গুলোর জবাব পাবে আজ কালের মধ্যেই এবং এও বলেছি বন্ধু ধৈর্য্য সহকারে পড় কিন্তু।আশা করি সে পড়বে এবং তার সুমতি (যদি একেবারেই নির্বোধ না হয়) হবে।অনলাইন বন্ধুরাও হয়ত আমার মত এরকম কারো পাল্লায় পড়লে তাকে ভালো মত বুঝিয়ে দিতে সক্ষম হবেন বলে আশা করি।আজকের এই লেখাটির মুল বিষয় হলো রাজনীতিতে উত্তরাধীকার নিয়ে অর্থ্যৎ উত্তরাধীকার সুত্রে রাজনীতিতে আগমন ও নেতৃত্ব লাভ এবং গনতান্ত্রীক চর্চায় দুই দলের মধ্যে তুলনামুলক আলোচনা।এক্ষেত্রে আমরা বিশ্ব রাজনীতিতে উত্তরাধীকার বিশেষ করে উপমহাদেশে এর চর্চা নিয়ে বিশদ আলোচনা/পর্যালোচনা করব.......(চলবে)

বিষয়: বিবিধ

১৪৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File