‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ শর্তসমূহ:
লিখেছেন লিখেছেন আবু হাফসাহ ১৬ মার্চ, ২০১৩, ০২:৪৮:৩৯ দুপুর
‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্য দানের ক্ষেত্রে সাতটি শর্ত পূরণ করা অপরিহার্য্য। ‘লা-ইলাহা ইল্লাল্লাহ’ এর সাক্ষ্যদানকারী এ সাতটি শর্ত একসাথে পূরণ না করলে তার এ বাণী উচ্চারণ তার কোন উপকারে আসবে না। এ সাতটি শর্ত হচ্ছে নিম্নরূপ:
[১] এ ব্যাপারে এমন জ্ঞান থাকা যা সকল অজ্ঞতাকে দূর করে।
[২] এ বাণীর প্রতি এমন দৃঢ় প্রত্যয় থাকা যা যে কোন সন্দেহকে অপনোদন করে।
[৩] সর্বান্তকরণে এ বাণীকে মেনে নেয়া এবং কোন ধরনের প্রত্যাখ্যান না করা।
[৪] এ বাণীর প্রতি নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন এবং কোনভাবেই আনুগত্য ত্যাগ না করা।
[৫] এমন নিষ্ঠা ও ইখলাস যা সকল প্রকার শির্ককে প্রত্যাখ্যান করে।
[৬] এ বাণীর প্রতি এমন সত্যবাদিতা পোষণ যা এ বাণীকে যে কোন ধরনের মিথ্যা প্রতিপন্ন করার পথে বাধা সৃষ্টি করে।
[৭] এ বাণীর প্রতি এমন ভালবাসা ও মহববত যা এ বাণীর প্রতি
(সাতটি শর্ত রক্ষা করে কালিমাকে স্বাক্য্র দিতে হয়
গুরুত্ব দিতে এগুলিকে ধারাবাহিক জেনে নিতে হয়।
কালিমার জ্ঞান রাখা,সাথে দৃড় প্রত্যয় থাকতে হয়,
তিন নম্বরে সর্বান্তকরণে মেনে নেয়ার ভাব রাখতে হয়।
এর সহিদ নিরঙ্কুশ আনুগত্য প্রদর্শন করতে হয়,
ছয় ও সাত নম্বরে নিষ্টার সাথে কালিমার ভালবাসা রাখতে হয়।)
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন