বজ্রধনি শুনা যাচ্ছে

লিখেছেন লিখেছেন আবু হাফসাহ ০১ মার্চ, ২০১৩, ০৩:৫৫:৪২ রাত

আমরা সোনার বাংলাই বসবাস করি।সুজলা-সুফলা এই দেশ। আ্মার ভাবতে অবাগ লাগে; আমরা কোন দিকে এগিয়ে চলেছি।আর কত লাশ দেখবো? কতদিন দেখবো?মায়ে বুকের কোল আর খালি হবে? যাদের হাতে আমাদের বাকডোর তাদের কাছে আমার প্রশ্ন, সাধারণ মানুষ সুন্দর ভাবে থাকতে চাই তাদের কে নিরাপত্তার গিরান্টি দিবে? দেশের সরকার তার জন্য দায়ি। সরকার নিজের স্বার্থ উদ্ধারের জন্য উম্মদ প্রকৃতির এক শ্রেণীর অসভ্য হায়েনাদের লেলিয়ে দিয় কত জান কেড়ে নিল।তাদের ঘরের এতিম শিশু,বৃদ্ধপিতা মাতা, বিধবা স্ত্রীর দেখভাল কে করবে? আ্ম জনতার পাশে দাড়ানোর মত কোন শুভো হৃদয়বান মানুষ বাংলার বুকে নেই? বাংলা কি এজন্যে স্বাধিন হয়েছে? আমি মনে করি, দেশে বর্তমান বিরাজমান সমস্য জিয়ে রাখার পিছনে সরকার দায়ী। যারা শহীদ হচ্ছে তাদের পরিবারের জন্য শোক প্রকাশ করছি।সাথে দুয়া করি, আল্লাহ্‌ যেন তাদের আত্মার শান্তির ব্যবস্থা করে।

আল্লাহ্‌ বলেন, تلك الدار الآخرة نجعلها للذين لايريدون في الأرض علوا ولا فسادا

অর্থ, পরকালের মজা তাদের জন্য রাখা হয়েছে যারা পৃথীবিতে ক্ষমতার অধিপতি হতে চায়নি। চাইনি দুনিয়াতে অরজকতা করতে।আল-কোরআন

আসুন আসুন আমরা ক্ষমতার লোভে অন্ধ নাহয়ে একটি সু্ন্দর বাংলাদেশ উপহার দেয়ার জন্যে সার্বিক সহযোগিতায় এগিয়ে আসি। আল্লাহ্‌ আমাদের সহায় হোক।

বিষয়: বিবিধ

১২৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File