শহীদ মিনার ভাঙার সময় আটক যুবলীগ নেতা মানসিক ভারসম্যহীন !!
লিখেছেন লিখেছেন নকীব ০৬ মার্চ, ২০১৩, ০১:১৬:২৮ রাত
একটু আ্গই খবরে দেখলাম বগুড়ায় শহীদ মিনার ভাঙার সময় আটক যুবলীগ নেতা কে পুলিশ ছেড়ে দিয়েছে। কারণ নাকি ওর মানসিক ভারসম্যহীনতা । বাহ ! নতুন আরেকটা নাটক দেখলাম।বিশ্বাস করবেন ? আমি কিন্তু এতে মোটেই অবাক হইনি। আটক হওয়ার পরই আমি সিউর ছিলাম হাসিনার সোনার ছেলে কে এক রাতও থানায় থাকতে হবেনা। কারণ এখন দেশ তো ওনারাই লিজ নিয়েছেন। বর্তমানে আইন- বিচার তো সোনার ছেলেদের জন্য না। যেখানে বিশ্বজিৎ কে নৃশংস ভাবে হত্যার দৃশ্য মিডিয়ার মাধ্যমে সবাই দেখেছে , সেখানে খুনীদের কে বাচানোর জন্য কত নাটক ই না করলেন আমাদের ক্ষমতাসীন সরকা্র। কিংবা সাম্প্রতিক সময়ে বর্তমানে পুলিশ আর ছাত্রলীগের সমন্বয়ে যে নির্বাচারে হ্ত্যাযজ্ঞ চলছে , সেটাকে সংসদ কিংবা সমাবেশে দাঁড়িয়ে কি নিঃলজ্জ অপব্যখ্যা দিয়ে জলজ্যান্ত সত্য কে ঢাকার অপচেষ্টাই না করছেন । সব দোষ চাপানো হচ্ছে ঐ নিরীহ , নিরস্ত্র সাধারণ মানুষ গুলোরই উপর ।
আসলে এক হিসেবে আমার মনে হয় যুবলীগের ঐ নেতাকে ছেড়ে দেয়ার জন্য নব উদ্ভাবিত কারণটা (মানসিক ভারসম্যহীনতা ) আগের গুলোর চেয়ে অধিকতর যুক্তি যুক্ত। আশ্চর্য হচ্চেন ? আমার কাছে কিন্তু যুক্তি আছে। শুনবেন ? যুক্তিটা হল : শুধু যুবলীগের ওই নেতাই নয় , বরং বর্তমান ক্ষমতাসীন দলের মন্ত্রী - এমপি থেকে শুরু করে সবাই- ই মূলত মানসিক ভারসম্যহীন। সংসদ কিংবা মিডায়ায় উনারা যেভাবে মিথ্যাচার আর পাগলপ্রলাপ করছেন তাতে তো মনে হচ্ছে ওনারা বাংলাদেশরে জনগনকেও ওনাদের মতো মানসিক ভারসম্যহীন মনে করেন। যেন জনগন কিছুই দেখছেননা আর কিছুই বুঝছেননা। ক্ষমতার পালা বদল হলে অবশ্য এটা ওনাদের কাজে আসতে পারে। যুবলীগ নেতার মত মানসিক ভারসম্যহীনতার কারণ দেখিয়ে পার পেয়ে যেতে পারেন যাবতীয় অপকর্ম থেকে।
আরেকটা কথা বলতে কিন্তু ভূলে গেছি ; ইদানিং কিন্তু দেখছি আমাদের নাস্তিক সংসদ সদস্যরা সংসদে ওয়াজ মাহফিলও করে থাকেন। যারা জীবনে পশ্চিম দিকে ফিরে আচাড়ও খাননি তারাই এখন আজব আজব ( নিজেদের বানানো ) কোরআন হাদীসের রেফারেন্সও টানছেন। আসলে ওনারা মনে হয় এটাই বুঝাতে চাচ্ছেন যে, এক সঈদীর ফাঁসি হলে কিছুই হবেনা। আমাদের মত লক্ষ নাস্তিকরা কিন্তু কোরানের তাফসীর চালিয়ে যাবে। আর এমন সব রেফারেন্স দেব, যা সাঈদী কেন , সাঈদীর বাপও শুনে নাই।
বিষয়: বিবিধ
১১০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন