আমি বসে তাই .... সায়েম আহমেদ
লিখেছেন লিখেছেন জল-জোছনা ০৯ জুন, ২০১৪, ১১:৫১:৫৫ সকাল
মৃদু মৃদু বাতাসে ছাদের কোণে
চিন্তারা খেলা করে চাঁদের মনে
আজ কোন বৃষ্টির নেই আনাগনা
তবে কেন ভিজে গেল ছাদের কোণা
চিন্তায় অর্ধেক চাঁদ গেল খসে
তার সব কাণ্ডে আমি উঠি হেসে
ছাদে জল মেঝেতে আমি বসে তাই
এ ব্যাপার বেচারার খেয়ালেই নাই!
বিষয়: সাহিত্য
১২২৭ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ছাদের কোণে বৃষ্টি ছাড়া পানি
ব্যাপারটা হতে পারে খুব ফানি
হতে পারে কোন দুষ্ট ছেলে কাজ
দেহের তরলে ছাদ স্যাঁতস্যাতে সাজ।
বুঝলাম না বিষয়টা ? -((-((-((-((
মন্তব্য আরও বেশি বেশি করতে হপে, নয়তো হাতুড়ি পেটা করা হপে....
মন্তব্য করতে লগইন করুন