ভালবাসা - জল-জোছনা/সায়েম আহমেদ
লিখেছেন লিখেছেন জল-জোছনা ১০ জানুয়ারি, ২০১৪, ১২:৩৩:১৬ রাত
কষ্ট তোমার অশ্রু আমার
এমন কেন হয়
তোমার যখন খারাপ সময়
আমার কেন ভয়
তুমি হাসলে আমার হৃদয়
আনন্দে যায় ভরে
তোমার সূখে আমি সূখি
হইটা কেমন করে
তোমার যখন স্বপ্ন ভাঙন
মনটা ভরে হতাশা
আমার কেন কষ্ট তখন
এর নামকি ভালবাসা
তোমার জীবন তুমার সবই
তোমার স্বপ্ন আঁকা
তোমায় নিয়ে স্বপ্ন দেখে
আমার বেঁচে থাকা।
বিষয়: সাহিত্য
১৮৮৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হবেনা ভাই হবে।
মন্তব্য করতে লগইন করুন