---(জাগো)---

লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৫ সেপ্টেম্বর, ২০১৩, ১০:২০:২১ রাত

গুমটঘরে ক্লান্ত ঝড়ে

গুম হয়েছে মন,

জ্ঞানপাপীরা রাজ করছে

জ্ঞানী করে সাধন।

মনে জ্বালাতন সত্যকথন

বলার ছিল যখন,

জ্ঞানী তুমি জ্ঞানহারা আজ

করছ বৃথা জ্ঞানার্জন।

জল্পনা আর কল্পনা ছেরে

জল্পক হবে জহীন,

জনসমাজ আজ এক হও

দেশ করতে আবার স্বাধীন।

বিষয়: বিবিধ

৯৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File