খাঁচার ভেতর পাখিকে আটকে রেখনা তাকে তার মতো করে বাঁতে দাও
লিখেছেন লিখেছেন জল-জোছনা ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০১:৫৩:৪৭ দুপুর
আমার চাচা দুটি পাখি একসাথে কিনলেন বাজার থেকে একদিন পর একটি পাখি খাচার মধ্যে মারা গেল আরো 2 দিন পর গতকাল আরেকটি পাখিও বিদায় নিল এই পৃথিবী থেকে। গতকাল যখন দেখলাম পাখিটি তার মাথা উল্টো দিকে গুড়িয়ে কেমন করছে তখন আমি চাচাকে না জানিয়ে পাখিটাকে ছাদে নিয়ে ছেরে দিলাম দেখলাম পাখিটা আর সোঁজা হয়ে দাড়াতেই পারছেনা মাথাটা বাকা হয়েই আছে। অনেক কষ্ট হলো আমার পাখিটার মাথায় অল্প পানি দিয়ে ভিজিয়ে দিলাম হয়তোবা ঠিক হয়ে যাবে, কিন্তু না কোন সম্ভাবনা না দেখে পাখিটার দিকে তাকিয়ে বসে বসে তার অনুভূতিটা বুঝার চেষ্টা করলাম। তখন পাখিটার মাথার উপর দিয়ে কিছু চরুই পাখি উড়ে গেল তা দেখে পাখিটা ছটফট শুরু করলো উড়াল দেয়ার জন্য কিন্তু তা আর সম্ভব হয়নি পাখিটা এখন শুধু তার মৃত্যুর সময় গুনা ছাড়া আর কিছু করে লাভ নেই।
:
:
খাঁচার ভেতর পাখিকে আটকে রেখনা তাকে তার মতো করে বাঁতে দাও। তোমার কোন অধিকার নেই একটি পাখির জিবন এমন খেলা করার। আমার মনে হয়না একজন জেল খাটা আসামী কখনো মুক্তি পাওয়ার পর সে খাঁচার ভেতর কোন প্রানীকে বন্ধি করে রাখতে পারবে বরং খাচার ভেতর কোন প্রানীকে বন্ধি দেখলে তার কোন প্রানীকে বন্ধি দেখলে তার অন্তর কেপে উঠবে..............
বিষয়: বিবিধ
১৩০৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন