আম্মু আমি তোমাকে অনেক অনেক ভালবাসি।

লিখেছেন লিখেছেন জল-জোছনা ৩০ আগস্ট, ২০১৩, ০১:২৩:৫২ রাত

আজ 11.30 মিনিটের সময় সর্ব প্রথম আমার আম্মুকে বললাম আরো আধা ঘন্টা পর 30'শে আগাস্ট এই দিনে তুমি আমাকে পৃথিবীতে জন্ম দিয়েছিলে! আম্মু একটু মজা করে বললেন তো কী হয়েছে?

আমিও হেসে ফেললাম! পরে আম্মু বললেন আজ সন্ধ্যাবেলা যে নতুন রেসিপি খেয়েছিলে ঐটা তোমার জন্মদিনের উলক্ষ্যে...

আজকের এই দিনে তোমার গর্ভে জন্ম নিতে পেরেছি বলে আজ আমি গর্বিত! অরেকটি কথা যা তোমাকে এখনো সরাসরি বলা হয়নি। আম্মু আমি তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমিই আমার কাছে আমার শেরা আম্মু............

বিষয়: বিবিধ

১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File