কোথায় হারিয়ে গেলে

লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৮ আগস্ট, ২০১৩, ১২:৪৯:৫৬ রাত

আজ সকালে ঘরে ছিলাম

বিকেলেও ফ্রি

একা বসে লাগছে বোরিং

এসো দুজন ঘুরি!!

দিনটা ভীষন ভেজা ভেজা

ডাকছে নদী স্রুতে

নদীর দারে হাটবো চলো

হাতটি রেখে হাতে!!

সন্ধ্য হবে ফোনে ডাক পড়বে

আম্মু করবে রাগ

লাইন কেটেও হাটবো দুজন

গরম আর শীতের মাঘ!!

বেশুরা গলায় গান গাইবো

ধরবে তুমিও শুর

হেটে হেটে পৌছে যাবো

দুজন বহুদূর!!

কী হলো আজ মন ভাল না

ভীষন বিষে বোগছি

এমন দিন আর কেউ দিবেনা

তোমার স্মৃতিই শুকছি!!

বন্ধ ঘরে থাকবো বসে

আর হবেনা আড্ডা

গল্প-গুজব আর হবেনা

হবেনা আর টাট্টা!!

সুখে-দু:খে যে ছিলো আজ

সে গিয়েছে দূরে

একা একা কাঁদবো ভীষন

নিজের আপন ঘরে!!

আমার জীবন কাটে এমন

কী আর করার বলো

জীবন থেকে আপন সবাই

ছেড়ে চলে গেল!!

বিষয়: বিবিধ

১৭০৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File