পাগলা মন
লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৫ আগস্ট, ২০১৩, ১১:৪২:৩২ সকাল
পাগলা হাওয়ায় মাতাল মনে
মেলছি আপন ডানা
আকাশ তো নয় আল্পতেই সূখ
কে করেছে মানা!!
রোদন যতো উড়িয়ে দিলাম
নীল আকাশের গায়ে
স্নিগ্ধ ঘাসে স্ফীত হৃদয়
ভড়ছে শূন্য বায়ে!!
বিষয়: বিবিধ
১০৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন