তারা আছেন, তুমি আছ, আমিও

লিখেছেন লিখেছেন জল-জোছনা ২৩ আগস্ট, ২০১৩, ০১:১৯:৩৮ রাত

ভোরের পাখি এখনো আমাদের ঘুম ভাঙায় ; লিবিয়া, ইরাক কিংবা সিরিয়ায় পাখি তার ডাক ভুলে গেছে । বট বৃক্ষের ছায়া এখনও আমাদের শীতল করে; ইথিওপিয়া, উগান্ডার মানুষ সবুজ কী জিনিষ ভুলে গেছে! নদীর কুলকুল শব্দ আমাদের এখনও ঘুম এনে দেয় চোখে; মধ্যপ্রাচ্যের অনেক মানুষতো দূরের কথা শাসকদের চোখের ঘুম হারাম হয়ে গেছে।

........এখনও পথের কোন অবহেলিত ফুল দেখে আমরা থমকে দাঁড়াই, সবুজ একটা পাতা দেখে উদ্বিলিত হই, শিশিরের নি:শব্দতায় নিজেরাও মৌন হই! আমরা এখনো মায়ের পরশ পাই, বাবার আদর পাই, ভাই-বোনের অকৃত্রিম স্নেহ পাই! আমরা এখনো একে অন্যের দু:খে ব্যাথিত হই, সুখে হই আনন্দিত! আমাদের মানবিকতা এখনো বেঁচে আছে, মানুষ্যত্ব টিকে আছে। আমরা এখনো সম্মান করতে ভুল করিনা, এখনো ভালবাসতে কার্পন্য করিনা, নিজেকে উজার করে দিতে দ্বিধা করিনা।

.......যদি তাই না হবে, শিশুর কান্নায় এখনো জল আনি কেন আমরা চোখে, তার নিটোল হাসিতে হেসে ফেলে কেন আমাদের হৃদয়, মন সত্তা! আমরা সবাই অমানুষ হয়ে যাইনি, কেউ কেউ এখনো মানুষ হয়েই আছেন।

____ তারা আছেন, তুমি আছ, আমিও.........!

বিষয়: বিবিধ

১১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File