এখন আর মানুষ আবাক হয়না!
লিখেছেন লিখেছেন জল-জোছনা ২২ আগস্ট, ২০১৩, ০১:১৮:১৩ রাত
এখন আর মানুষ আবাক হয়না!
কেন??
ঈদের দিন থেকে আজ পর্যন্ত ঘটে যাওয়া কিছু ঘটনার হেডলাইন বলি.....
*ভাই ভাইকে গলা কেটে হত্যা করেছে
*চাচা বাতিজাকে গলা কেটে হত্যা করেছে
*মেয়ে বাবা-মা কে গলা কেটে হত্যা করেছে (বাপ আবার পুলিশ)
*বাপ-ছেলে পানিতে ডুবে মারা গেছে
*কলেজ ছাত্র মাধবকুন্ডে ঝর্ণার পানিতে ডুবে মারা গেছে
*পড়া না পারায় শিক্ষক(ভাই) ছাত্রকে দা দিয়ে মাথায় কুপ দিয়া হত্যা করেছে
*ট্রেনের নিচে চাপা পরে তিনজন নিহত!
*ট্রাক ও বাস মোখুমুখি সংঘর্ষে 17 জন নিহত
আহহ ক্লান্ত হয়ে গেছি আর লিখতে পারছিনা আরো দ্বিগুন লেখা যেত But লেখার শক্তি আর খুজে পাচ্চিনা!
তাই বল্লাম, এখন আর মানুষ আবাক হয়না! সবার মন এখন পাথর হয়ে গেছে, আগে একজন মানুষ স্বাভাবিক মৃত্যুবরণ করলে সবাই অস্তির হয়ে যেত আর দুর্ঘটনার কথা শুনলে ভয়ে কাপতো আর এখন........
বিষয়: বিবিধ
১০৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন