ব্লগর ব্লগর
লিখেছেন লিখেছেন সংশপ্তক ০২ মার্চ, ২০১৩, ১২:০৬:৫৭ রাত
প্রথম যেদিন ব্লগে অ্যাকাউন্ট খুলি, সে আজ থেকে প্রায় চার বছর আগের কথা। প্রিয় এক বড় ভাইয়ের দুর্বুদ্ধিতে(!) একদিন এক কু(?)ক্ষণে ব্লগ পড়া শুরু হয়। অদ্ভূত এক স্বাদ, ততোধিক ভয়াবহ এক নেশা। ঘন্টার পর ঘন্টা, দিনের পর রাত... অনাস্বাদিত এক জগতের মধ্যে বুঁদ হয়ে থাকা। পড়া আর গেলা, তা যে লেখাই হোক না কেন! ব্লগজগতের গলি-ঘুপচি চেনার অদম্য আগ্রহ আর ব্লগারদের বোঝার চেষ্টা। কি যে সব অদ্ভূত সময় গেছে!
প্রথম দিকে শুধু সতৃষ্ণ মনে পড়েই যেতাম, ভুলেও লেখার চিন্তা করতাম না। এর একটা বড় কারণ ছিল নিজের জ্ঞান-গম্যির উপর আমার অগাধ ভরসা । তারপর একদিন স্বনামে ধন্য এক ব্লগারের ব্লগ পড়তে পড়তে মনে হল, আরে, আমিও তো লিখতে পারি, লেখা তো তেমন একটা কঠিন ব্যাপার না (কত বেওকুফ ছিলাম আমি!) !! ব্যস, যে-ই ভাবা, অ্যাকাউন্ট খুলতে লেগে যাওয়া। অ্যাকাউন্ট তো খোলা হল, কিন্তু লেখা যে আর বেরোয় না! বহু গুঁতোগুঁতি, প্রচুর চিন্তা-ভাবনা, অনেক আয়োজন করে লিখতে বসা- না, কিছুতেই কিছু হয় না। মানে, লেখা আর বেরোয় না। শেষমেষ একদিন, মরিয়া হয়ে, মাথার ছাঁইপাশগুলো একত্র করে তৈরি করে ফেললাম একখানা 'লেখা', দুরন্ত সাহসে সেটা পোস্টও করে ফেললাম ব্লগে (দুঃখ, লেখাটা মনে হয় চিরতরে হারিয়ে গেছে 'ফাঁসি'বাদের রশিতে ঝুলে )! ওয়াহ, দেখি একেবারে খারাপ সাড়া পড়েনি! ভদ্রতা দেখিয়ে হলেও দেখি কয়েকজন আহলান-সাহলান জানাল 'আকীকা' উপলক্ষ্যে, মনে মনে আমি তো জানি কত বড় পণ্ডিত আমি আর কত জ্ঞানের কথা লিখেছি!! ব্যাপক উৎসাহে কয়দিন মনকলা খাওয়া, তারপর লাউটা যে শেষপর্যন্ত কদুই সেটা আবার উপলব্ধিতে আসা ।
লেখার দুরাশা যে মনে এরপরও জাগেনি, তা নয়। কিন্তু সাহস আর সময়(দীর্ঘশ্বাসের ইমো হবে) অজ্ঞতা আর অলসতার কাছে বরাবরই লজ্জাজনকভাবে হেরে গিয়েছে। বহু ব্লগ ঘুরে, ব্লগর ব্লগর শুনে, ক্লান্তিকর একঘেঁয়ে কথাবার্তা আর ক্যাঁচাল পড়ে একসময় বিরক্তি ধরে গিয়েছিল (এখনো আছে বিরক্তিটা)। মাঝে মধ্যে ঢুঁ মারা, প্রিয় ব্লগারদের লেখাতে চোখ বোলানো, টুকটাক মন্তব্য-এই করে চলে যাচ্ছিল। হঠাৎ একদিন টুডেতে আসা, গতানুগতিকভাবে দেখে চলে যাওয়া, কত ব্লগই তো দেখা হল এই কয় বছরে! এরপরে ঝড় (পুরনো ব্লগাররা অনেকে আপসেট, অথচ অনেকটা নিশ্চিত জানাই ছিল দিনটা আসবে), তারপর নিয়মিতভাবে অনিয়মিত ঢুঁ মারা টুডেতে। শেষমেষ পুরনো ভূত আবার চাপল মাথায়, খুলে ফ্যালো একখান অ্যাকাউন্ট, ছাঁইপাশগুলো বের করো মাথা থেকে (টুডেকে ভাংগা কুলা ভাবছি না কিন্তু)। তাই আজ আবার লিখলাম কিছু এলোমেলো, এতক্ষণে বিরক্তির শেষ সীমায় পৌঁছে দিয়ে থাকলে এই কান ধরলাম (আমারটা অবশ্যই)
টুডের পক্ষ থেকে নিজেকে নিজে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের মত রেজিস্ট্রেশনের পেইনের কথা বললাম না, মাফ করে দিলাম।
বিষয়: বিবিধ
১১৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন