ফতোয়ায়ে ফরিদী!!!!!!!!!
লিখেছেন লিখেছেন ঘাসফড়িং ২৪ মার্চ, ২০১৩, ০১:০৫:২১ দুপুর
লেখার ইচ্ছে ছিল না তাই বহুদিন কোন ব্লগে লিখি না। তাছাড়া কিছু লোকের কর্মকান্ড এমন অবস্থা সৃষ্টি করেছে যে ব্লগার মানেই নাস্তিক বা অশ্লিল চটি লেখকের তকমা লাগিয়ে দিয়েছে।
যাই হোক অনেক দিন পর আজ আর না লিখে পারলাম না। চোখের সামনে এত ভন্ডামী দেখে কিভাবে চুপ থাকি?
গতকাল জনাব ফরীদ উদ্দীন মাসুদ (কত লক্ষ??) লোকের বিষ-আল মহাসমাবেশ করে দালাল ও ভন্ডামীর মুখোশ নিজেই খুলে দিয়েছে। সেই জন্য তাকে ধন্যবাদ না দিয়ে তো পারা যায় না!! এই ভন্ড গতকাল ফতোয়া দিয়েছে:
১। জামায়াত শিবির ইসলামী দল না
২। ইসলামী ব্যংকে টাকা রাখলে জাহান্নামে জ্বলতে হবে
এখন ফরীদ উদ্দীন মাসুদ এর কাছে প্রশ্ন হলো :
১। আওয়ামী লীগ ইসলামী দল কিনা?
২। শাহবাগী নাস্তিকদের সাথে একাত্বতা প্রকাশ করে কোন জান্নাতে তিনি যাবেন?
৩। জামায়াত শিবির এর সবাই দল ছেড়ে তার জেএমবি তে যোগ দিবে কিনা?
৪। তার নিজের ইসলামী ব্যংকে হিসাব টি তিনি বন্ধ করেছেন কিনা?
ইসলামী ব্যংকে ফরীদ উদ্দীন মাসুদ এর হিসাব চালু আছে। কেউ চাইলে খোজ নিয়ে দেখতে পারেন
যেহেতু ইসলামী ব্যংকে টাকা রাখলে জাহান্নামে জ্বলতে হবে আর ফরীদ উদ্দীন মাসুদ ইসলামী ব্যংকে হিসাব থুলে টাকা রেখেছেন অতএব প্রমান হলো ফরীদ উদ্দীন মাসুদ একজন জাহান্নামী
বিষয়: বিবিধ
১৩৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন