ঁঁঁঁঁঁঁ/ ঈদের চাঁদ /৺৺৺৺৺৺
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৬ জুলাই, ২০১৬, ০৭:৪৭:১৬ সকাল
শওয়াল মাসের চাঁদ উঠেছে, সকাল হলেই ঈদ,
মাতবর বাড়ির মানুষজনের নাই রাতে তাই নীদ।
সাজছে বাড়ি আলোক মালায় হরেক রঙের বাতি,
ঈদের খুশী লুটার আশায় উঠেছে সবাই মাতি।
কেউবা বসে কুটনা কোটে, মেহেদি লাগায় কেউ,
সবার মাঝেই বইছে যেন আনন্দের এক ঢেউ।
সকাল হলেই পড়বে সাড়া সাজ পোষাকের মেলা,
কোর্মা পোলাও ফিরণী পায়েস চলবে সারা বেলা।
কুর্তা পিরাণ কামিজ ফ্রক রং বে রংএর শাড়ি,
সুর্মা আতর কেওড়া গোলাপ বাতাস হবে ভারী।
ডাকবে একে অন্যেরে, ‘ভাই আমার বাড়ি এস’,
ফিরণী সেমাই, কোর্মা পোলাও তৈরী আছে বস।
দাওয়াত পাবে রাজ প্রাসাদে উজির নাজির সবে,
সিংহ দ্বারের বাইরে ফকীর অনাহারেই রবে।
এই যদি হয় ঈদের লেশন চাইনা এমন ঈদ,
পূর্ণ হবে ঈদের ইমেজ ভাঙবে যেদিন নীদঁ।
বিষয়: বিবিধ
১৫৯২ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভাংগবে না তো নীদ,
আমরা যারা সজাগ আছি
পালন করবো ঈদ।
গরীব ধনী মিলে মিশে
যাব ঈদগাহে
একে অন্যের সুখে দুখে
থাকব আশেপাশে।
আপনার শিক্ষণীয় লিখাটির মধ্যে ঈদের যথার্থ চিত্রই ফুটে উঠেছে
পড়ে অনেক ভালো লাগলো।
ঈদ মোবারক।
মন্তব্য করতে লগইন করুন