"রমজান উপলক্ষ্যে ব্লগ আয়োজন"
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ জুন, ২০১৬, ০৮:৩৮:১৯ রাত
সম্মানিত ব্লগার ও ভিজটরদের অবগতির জন্য দুঃখের সাথে জানাতে বাধ্য হচ্ছি যে, আমার আজ সন্ধ্যা সাতটায় "রামাদান আত্মসংযমের মাস" হেডিংএ লেখা পোষ্ট করার কথা ছিল, সংক্ষীপ্ত লেখাও তৈরী, কিন্তু হঠাৎ কি কারণে জানিনা আমার WORD সাপোর্ট করছে না। আমার সাধ্যমত চেষ্টা করে চলেছি কিন্তু লেখাটি cut -pest করতে পারছি না। এ অপত্যাশিত অবস্থার জন্য আমি দুঃখিত। আমি কম্পিউটরের বিষয়ে তেমন কিছু জানিনা। উপায় জানা থাকলে জানাতে সবার প্রতি অনুরোধ রইল। ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী।
বিষয়: বিবিধ
১০৭৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Word সাপোর্ট করে না, এই কথা দ্বারা সমস্যার কিছুই বুঝা যায়না।
আল্লাহ্ আপনার চেষ্টা দেখবেন। আপনি চেষ্টা করেছেন.
ধারাবাহিক করে দেখছি ভালোই করেছি। আগামী দুই তারিখের আগে নিশ্চয় একটা সমাধানে পোউছে যাবেন।
এতেও কল্যান আছে মনে করি। হয়তো লেখাটা আরো সুন্দর হয়ে আসবে ইনশাআল্লাহ।
জাযাকাল্লাহ..
রমাদানুল মোবারক.....
মন্তব্য করতে লগইন করুন