[*][*][*] গাঁয়ের সকাল [*][*][*]
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ মে, ২০১৬, ০৭:১০:২২ সকাল
রাত পোহালো প্রভাত এল, আঁধার গেল উড়ে,
পুব আকাশে সুর্য এল লাল চাদরে মুড়ে৷
কাক-পাখিরা নীড় ছেড়েছে নিত্য দিনের মত,
গরুর পালে যায় হাঁকিয়ে রাখাল ছেলে যত৷
লাঙ্গল কাঁধে গরুর পিছে চলছে চাষী মাঠে,
পারাপারের যাত্রীরা সব জমছে খেয়া ঘাটে৷
মেঠো পথে উড়ছে ধূলা, ক্ষুরের আঘাত পেয়ে,
গাঁয়ের বধু ফিরছে ঘরে, নদীর জলে নেয়ে৷
জল আনতে কিষাণ বালা চলছে নদীর ঘাটে,
পাঠশালাতে বাচ্চারা সব মন দিয়েছে পাঠে৷
শাক-সবজী বোঝাই করে বাদাম দিয়ে নায়,
পাইকারেরা উজান বেয়ে শহর পানে যায়৷
নদীর জলে জাল খাটিয়ে মাছ ধরতে জেলে,
পানসী নায়ে ভোঁদড় বেঁধে এদিক ওদিক চলে৷
গাঁয়ের সকাল গ্রীষ্মকালে এমন করেই আসে,
এমন সকাল হয়না কভু আষাঢ় শ্রাবণ মাসে৷
বিষয়: সাহিত্য
১১৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এদেশে যে ভাই ষড়ঋতুর হাজারো রূপের |
সত্যিই অপূর্ব লিখেছেন | ধন্যবাদ |
রাত পোহালো ফজরের নামাজ শেষে, প্রভাত এল ----
তয় হুজরের কাছে আপনার কবিতা ভাল লাগছে ---- সোবাহান হুজুরের সালাম নিয়েন ----
জাযাকাল্লাহ খাইর
মন্তব্য করতে লগইন করুন