@@ নিশ্চয় এতে রয়েছে দূরদৃষ্টি সম্পন্ন লোকদের জন্য নিশ্চিত নিদর্শণ৷ @@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ এপ্রিল, ২০১৬, ১২:৪১:৩১ রাত
(উর্দু বয়ানুল কোরআনের বাংলা অনুবাদ)
সুরা হিজর রুকু;-৫ আয়াত;-৬১-৭৯
হজরত ইব্রাহীম আঃ এর অতি বার্ধক্যে পুত্র সন্তানের সু সংবাদ দেবার পর ফেরেশ্তা দ্বয়, হজরত লূত আঃ এর বাড়ি উপস্থিত হলেন৷
৬১/فَلَمَّا جَاء آلَ لُوطٍ الْمُرْسَلُونَ
অর্থ;-অতঃপর ফেরেশ্তারা যখন লূতের পরিবার বর্গের কাছে এল;
৬২/قَالَ إِنَّكُمْ قَوْمٌ مُّنكَرُونَ
অর্থ;-তিনি (লূত আঃ) বললেন, তোমরা তো অপরিচিত লোক৷
৬৩/قَالُواْ بَلْ جِئْنَاكَ بِمَا كَانُواْ فِيهِ يَمْتَرُونَ
অর্থ;-তারা বললেন, বরং আমরা আপনার কাছে সে বস্তু নিয়ে এসেছি, যে সন্মন্ধে তারা সন্দেহ করত৷
# সুরা ‘হুদ’ এর সপ্তম রুকুতে এ ঘটনা জেনে এসেছি৷ ফেরেশ্তারা হজরত লূত এর মেহমান হয়ে তাঁর বাড়ি গেলে তিনি তাদের অপরিচিত ও তাদের আগমনের উদ্দশ্য জানতে চাইলেন৷ তারা পরিচয় দিয়ে জানালেন যে, বার বার সতর্ক করার পরও তার কওম আল্লাহর আজাবকে তামাশা মনে করেই অবিশ্বাস করেছে৷ আজ তারা সেই অবিশ্বাস্য বস্তুটিই তাদের জন্য নিয়ে এসেছেন৷
৬৪/وَأَتَيْنَاكَ بَالْحَقِّ وَإِنَّا لَصَادِقُونَ
অর্থ;-আমরা আপনার কাছে সত্য বিষয় নিয়েই এসেছি৷ এবং আমরা সত্যবাদী৷
৬৫/فَأَسْرِ بِأَهْلِكَ بِقِطْعٍ مِّنَ اللَّيْلِ وَاتَّبِعْ أَدْبَارَهُمْ وَلاَ يَلْتَفِتْ مِنكُمْ أَحَدٌ وَامْضُواْ حَيْثُ تُؤْمَرُونَ
অর্থ;-অতএব আপনি শেষ রাত্রে পরিবারের সকলকে নিয়ে সরে পড়ুন৷ আপনি তাদের পিছনে থাকবেন৷ আপনাদের মধ্যে কেউ যেন পিছন ফিরে না তাকায়৷
# পরিবারের লোকজন বলতে তার দুই কন্যার কথাই জানা যায়৷ স্ত্রী অবিশ্বাসীদের দল ভূক্ত, তাই তাকে আগেই বাদ দেওয়া হয়েছে৷ সাবধান করে দেওয়া হল, যেন আত্মিয়তা বা বন্ধুত্বের টানে বিদায় বেলায় কেউ যেন পিছন ফিরে না তাকায়৷
৬৬/وَقَضَيْنَا إِلَيْهِ ذَلِكَ الأَمْرَ أَنَّ دَابِرَ هَؤُلاء مَقْطُوعٌ مُّصْبِحِينَ
অর্থ;-আর আমি লূতকে এ বিষয়ে পরিজ্ঞাত করলাম যে, সকাল হলেই তাদেরকে সমূলে বিনাশ করে দেয়া হবে৷
৬৭/وَجَاء أَهْلُ الْمَدِينَةِ يَسْتَبْشِرُونَ
অর্থ;-শহরের লোকেরা আনন্দ করতে করতে উপস্থিত হল৷
৬৮/قَالَ إِنَّ هَؤُلاء ضَيْفِي فَلاَ تَفْضَحُونِ
অর্থ;-তিনি বললেন, তারা আমার মেহমান, অতএব আমাকে লাঞ্ছিত কোরনা৷
৬৯/وَاتَّقُوا اللّهَ وَلاَ تُخْزُونِ
অর্থ;-তোমরা আল্লাহকে ভয় কর আর আমাকে অপদস্থ কোরনা
৭০/قَالُوا أَوَلَمْ نَنْهَكَ عَنِ الْعَالَمِينَ
অর্থ;-তারা বলল, আমরাকি আপনাকে জগদ্বাসীর সমর্থন করতে নিষেধ করিনি?
৭১/قَالَ هَؤُلاء بَنَاتِي إِن كُنتُمْ فَاعِلِينَ
অর্থ;-তিনি বললেন, তোমরা যদি কিছু করতেই চাও তবে আমার কন্যারা আছে৷
# কথাটির দু ভাবে অর্থ করা হয়েছে; কওমের স্ত্রীগন নবীর কন্যার মত৷ তাই তাদের ঘরে নবীর কন্যারা আছে৷ তাদের নিয়েই সন্তুষ্ট থাক৷ অথবা তিনি সর্দারদের জানালেন তার মেয়েরা আছে, তাদের বিয়ে করতে পারে৷
৭২/لَعَمْرُكَ إِنَّهُمْ لَفِي سَكْرَتِهِمْ يَعْمَهُونَ
অর্থ;-আপনার প্রাণের কসম! তারা আপন নেশায় অন্ধ ছিল৷
# কথায় বলে, ‘চোরা না শোনে ধর্মের কাহিনী’ অসাধু নেশাগ্রস্থ লোকেরা তাদের খায়েস মিটাবার জন্য মরিয়া ছিল৷ নবীর(আঃ) কথায় কান দিলনা৷
৭৩/فَأَخَذَتْهُمُ الصَّيْحَةُ مُشْرِقِينَ
অর্থ;-তার পর সূর্যোদয়ের সাথে সাথে তাদেরকে পাকড়াও করল এক বিকট আওয়াজ৷
৭৪/فَجَعَلْنَا عَالِيَهَا سَافِلَهَا وَأَمْطَرْنَا عَلَيْهِمْ حِجَارَةً مِّن سِجِّيلٍ
অর্থ;-তার পর আমি সে জনপদটিকে উল্টে দিলাম এবং তাদের উপর কাঁকর বর্ষণ করলাম৷
৭৫/إِنَّ فِي ذَلِكَ لآيَاتٍ لِّلْمُتَوَسِّمِينَ
অর্থ;-নিশ্চয় এতে রয়েছে দূরদৃষ্টি সম্পন্ন লোকদের জন্য নিশ্চিত নিদর্শণ৷
৭৬/وَإِنَّهَا لَبِسَبِيلٍ مُّقيمٍ
অর্থ;-জনপদটি লোক চলাচলের পাশেই অবস্থিত।
# তৎকালে সুয়েজ খাল ছিল না৷ পানি পথে কোন বিকল্প পথও আবিষ্কৃত হয়নি৷ পুর্ব পশ্চিমের বানিজ্যিক মালপত্র একদিকে শাম বা ফিলিস্তিন বন্দর ও অপর দিকে ইয়ামনের বন্দরেই উঠা নামা করত৷ এতদউভয়ের মাঝে বানিজ্যিক কাফেলা যে পথে যাতায়াত করত, উক্ত ধ্বংস প্রাপ্ত অঞ্চল গুলি সেই পথের পাশেই ছিল৷
৭৭/إِنَّ فِي ذَلِكَ لآيَةً لِّلْمُؤمِنِينَ
অর্থ;-অবশ্যই এতে মুমিনদের জন্য নিদর্শণ রয়েছে৷
# ধ্বংসাবশেষগুলি প্রত্যক্ষ করলে আন্দাজ করা যায় যে সেখানে কি ছিল আর এখন কি হয়েছে৷ দূরদৃষ্টি বা যারা অন্তর্দৃষ্টি প্রসারিত করার ক্ষমতা রাখেন তারা অবশ্যই এতে শিক্ষনীয় উপাদান দেখতে পাবেন৷
৭৮/وَإِن كَانَ أَصْحَابُ الأَيْكَةِ لَظَالِمِينَ
অর্থ;-আর ‘আয়কা’ বাসীরাও ছিল অবশ্যই জালেম৷
# মাদিয়ানের আর এক নাম ‘আইকা’৷ তাদের রসুল ছিলেন হজরত শোয়াইব আঃ৷ আহকাফ বলে আদ জাতির এলাকাকে, তাদের রসুল ছিলেন হজরত হুদ আঃ৷ সামুদ জাতির এলাকাকে হিজরও বলে, তাদের রসুল ছিলেন হজরত সালেহ আঃ৷
৭৯/فَانتَقَمْنَا مِنْهُمْ وَإِنَّهُمَا لَبِإِمَامٍ مُّبِينٍ
অর্থ;-সুতরাং আমি তাদের থেকে প্রতিশোধ নিয়েছি আর উভয় কওমের জনপদ প্রকাশ্য পথের পাশে অবস্থিত৷
# হজরত লূত আঃ এর নাম উল্লেখ করে ও বাকীদের নাম উল্লেখ ছাড়াই কিছু বর্ণনা হল, আম্বাউ রুসুল নিয়মে৷ আর হজরত ইব্রাহীম আঃ এর নাম উল্লেখ করে যথা রীতি তার বর্ণনা হয়েছে ক্বাসাসুন নাবিঈন নিয়মে৷
বিষয়: বিবিধ
১২১৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঠিক চোরা না শোনে ধর্মের কাহিনী’
আর তারা শুনলে ও বিপরীত কাহিনী সাজাতে বা বানাতে উদগ্রীব থাকে।
মহান আল্লাহ, আমাদের কে সকল আজাব থেকে হেফাজত রাখুন ,
আমিন
জাযাকাল্লাহু খাইর
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
সত্যিই জ্ঞানীদের রয়েছে নিদর্শণ। অনেক অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ খাইর।
অথচ এই আযাব এর সেই জঘন্য কারন কেই এখন আমরা বৈধতা দিতে দেখছি এই দেশে।
হে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান কর এবং মাফ করে দাও। আমিন।
মন্তব্য করতে লগইন করুন