*****স্রষ্টার সন্ধান *****

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৬ এপ্রিল, ২০১৬, ০১:৪৭:৪৬ রাত



সৃষ্টির সেরা সৃষ্টিরা সব শোন,-

বিশ্ব-জগত এমনই হয়নি, স্রষ্টা রয়েছে কোন৷

মহাবিশ্বের যেদিকে তাকাও, তার আলামত পাবে,

বিনয়ে তোমার মস্তক খানি, অবনত হয়ে যাবে৷

পাহাড় দেখেছ! ভিতরে তার পাথর রয়েছে ঠাসা,

সেই সে পাষাণ বিদীর্ণ করিয়া ঝর্ণা নামিছে খাসা৷

দৃষ্টি ফেরাও বনাণীর দিকে সবুজ শ্যামল মায়া,

লক্ষ জাতের ফল ফুল মাঝে রয়েছে তাহার ছায়া৷

একই মাটি হতে উদিল উদ্ভিদ পাশাপাশি ঠাঁই,

রূপ রং স্বাদে কারোসাথে কারো কোন মিল নাই৷

বুকে হাত রেখে বল দেখি ভাই,

আপনা হতে হয়েছে এ সব, কোন কারিগর নাই!

সাগর দেখেছ, কি বিচিত্র প্রাণী রয়েছে তার জলে,

কি অপরূপ রূপের জগত রয়েছে সাগর তলে৷

মনি মানিক্য হীরা জওহর বল দেখি সৃষ্টি কার!

বুদ্ধি খাটাইয়া চক্ষু বুজিয়া ভাবতো একটি বার!

দৃষ্টি ফেরাও আকাশের পানে, রকেটে চড়িয়া যাও,

সীমানা কোথায় হয়েছে শেষ কভুকি দেখিতে পাও!

চন্দ্র সূর্য, গ্রহ তারা, গ্যালাক্সী, ছায়াপথ কতশত,

কোন সে রশীতে রয়েছে বাঁধা, ঘুরিতেছে অবিরত৷

উত্তর খুঁজে পাবেনাকো তুমি, তীক্ষ্ণ দৃষ্টি ক্লান্ত হবে,

বলত! স্রষ্টা ছাড়া এ সব সৃষ্টি, কেমনে তা সম্ভবে?

বিষয়: বিবিধ

১৩০২ বার পঠিত, ২৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365824
১৬ এপ্রিল ২০১৬ রাত ০২:০৭
বিবর্ন সন্ধা লিখেছেন : Good Luckআসসালামু আলাইকুম

কেম্নে সম্ভব আবার?
তাগোর প্রকৃতির সৃস্টি
প্রকৃতির কত্ত ক্ষমতা। Rolling on the Floor Rolling on the Floor

চক্ষু বুঝিয়া ই তো ভাবে,
কিন্তু সেই ভাবনায়, বুদ্ধি থাকে না,
থাকে শয়তানের প্ররোচনা। Crying


আল্লাহ তা’আলা আমাদের সকলকে দ্বীনের পথে অটল থাকার তাওফিক দান করুন।
আমীন Good Luck
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৫
303502
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ তাদের জ্ঞানবুদ্ধির উদয় হোক৷ আমিন৷
365834
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৪:৫৩
এলিট লিখেছেন : অসাধারন। হ্যা, আশেপাশে তাকালে সবখানেই আল্লাহর নেয়ামত দেখতে পাওয়া যায়। ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৭
303503
শেখের পোলা লিখেছেন : সৃষ্টি নিয়ে ভাবলেই স্রষ্টার সন্ধান মেলে৷ আল্লাহ তাই বিভিন্ন বস্তুর দিকে তাকাতে বলেছেন৷ আপনাকে ধন্যবাদ৷
365844
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৫৩
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : নেক ভাল লাগলো
১৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
303537
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
365857
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৪
আফরা লিখেছেন : স্রষ্টার আলামত আকাশে বাতাসে সবখানেই আছে । কিন্তু আমরা চক্ষ বন্ধ করে থাকি ।

কবিতা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ চাচাজান ।
১৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
303538
শেখের পোলা লিখেছেন : ঠিক কথাই৷ আল্লাহর আলামত সবতাতেই আছে৷শুভেচ্ছা নিও৷
365875
১৬ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৩৯
কুয়েত থেকে লিখেছেন : السلام عليكم ورحمة الله وبركاته . ماشاء الله! অনেক সুন্দর কাবতা মহান আল্লাহর শানে খুবই ভালো লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৬ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
303539
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম৷ আপনকেও অনেক ধন্যবাদ৷
365898
১৬ এপ্রিল ২০১৬ রাত ১০:৫২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমিন
১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:০৬
303553
শেখের পোলা লিখেছেন : সুম্মা আমিন Praying Praying Praying
365919
১৭ এপ্রিল ২০১৬ রাত ০৩:০৪
হাফেজ আহমেদ লিখেছেন : মাশাাআল্লাহ .... দারুন লেখনী।
১৭ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৮
303568
শেখের পোলা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ৷Good Luck
365937
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১০:৩১
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : মহান আল্লাহ যেন আমাদের হৃদয়ের পর্দা সরিয়ে দেন, হৃদয়ের অন্ধত্ব ও অহংকারের জন্যই মানুষ তার নিদর্শন দেখএও অস্বীকার করে।

তারা কোরানের প্রতি বিশ্বাস স্হাপন করবেনা এবং অতীতে তাদের পূর্ববর্তীগণেরও আচরণ এরূপই ছিল। যদি তাদের জন্য আকাশের দুয়ার উন্মুক্ত করে দেই এবং তারা সারাদিন তাতে আরোহণ করতে তাকে, তবুও তারা বলবে,আমাদের দৃষ্টি সম্মোহিত করা হয়েছে, না, বরং আমরা জাদুগ্রস্হ হয়ে পরেছি। (সুরা হিজর, আয়াত:১৩,১৪,১৫) 
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303667
শেখের পোলা লিখেছেন : সত্যই আমরাও ওদের মত সম্মোহিতই হয়ে গেছি৷ এত নিদর্শণ দেখেও তাকে চিনি না৷ চিনলেও তার আদেশ নিষেধের তোয়াক্কা করি না৷ আল্লাহ মাফ কর আর ইমানে পাকা কর৷ শুভেচ্ছা নিও৷
365969
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪০
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : মাশাআল্লাহ, কলমের তুলিতে অতি সুন্দরভাবে স্রষ্টা সম্পর্কে তুলে ধরেছেন। ধন্যবাদ।
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
303668
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করেছি মাত্র৷ জানিনা তার অপার মহিমার কতটুকু তুলে ধরতে পেরেছি৷ ধন্যবাদ
১০
366041
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৫৬
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।
রব্বানা মা খলাকতা হা যা বাতিলা, সুবহানাকা ফাকীনা আযাবান্নাআর!
জাযাকাল্লাহ খাইর।
১৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
303736
শেখের পোলা লিখেছেন : নিশ্চয়ই আল্লাহ বিনা প্রয়োজনে কিছুই সৃষ্টি করেন নি৷ সুবহানাল্লাহ! তাঁর প্রতি সৃষ্টির মাঝেই তার সন্ধান মেলে৷ ধন্যবাদ আপা৷
১১
366156
১৮ এপ্রিল ২০১৬ রাত ১০:১৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই।

অপূর্ব ভাষায়, ভাবে এবং ছন্দে মহান সৃষ্টি কর্তার অনুপম সৃষ্টি রহস্যের ও সৌন্দর্যের চমৎকার অনবদ্য বর্ণনা এক কথায় অসাধারণ।

সুন্দর লিখনীর জন্য জাজাকাল্লাহু খাইর।
১৯ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২৭
303788
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অ রহমাতুল্লাহ৷
আপনাকে অনেক ধন্যবাদ৷ আল্লাহকে আমরা যেন সঠিক চেনা চিনতে পারি, তিনি যেন তার তৌফিক দেন৷ আমিন৷
১২
366226
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১১:৩১
১৯ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
303848
শেখের পোলা লিখেছেন : সুম্মা আমিন৷ ধন্যবাদ৷
১৩
367455
২৯ এপ্রিল ২০১৬ সকাল ০৫:০৩
awlad লিখেছেন : আসসালামুআলাইকুম ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৯ এপ্রিল ২০১৬ সকাল ০৫:১০
304852
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় ধন্য হলাম। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File