{}{}{ }{} কাল থেকে মহাকাল {}{}{ }{}

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ এপ্রিল, ২০১৬, ০৪:০০:৫৭ রাত

টিকটিক ঠিকঠিক সময়টা চলছে,

চুপিসারে একাধারে বুঝি কিছু বলছে৷

কানপেতে শোন যদি হয়তোবা জানবে,

জীবনের ইতিহাস জানা তার মানবে৷

সবকিছুই দেখে সে চোখ তার দশটা,

শুরুটাও দেখে আর দেখে তার শেষটা৷

নশ্বর পৃথিবীতে আসে কিছু কিছু যায়,

সময়ের স্রোতটি কভু নাহি বাধা পায়৷

আদীতেও সেই ছিল আখেরেও রবেসে,

ভাঙ্গাটিকে গড়ে দেয় গড়াটিকে ভাঙ্গেসে৷

সুখ-দুখ আসে জেনো তাহারই আবর্তে,

আছে যাহা যাবে তাহা মহাকাল- গর্তে৷

সময়ের যন্ত্রটা তাই বলে টিকটিক,

ফেলে যা রেখেছ করে ফেল ঠিকঠিক৷

হয়ত পাবেনা সময় শেষ করিবার৷

জাননা ফুরাবে কখন সময় তোমার৷

বিষয়: বিবিধ

১১৫০ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365706
১৪ এপ্রিল ২০১৬ সকাল ০৫:২২
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : সত্যি মানুষের জীবনটা কতটা ঠুনকো, মৃত্যু তাকে তাড়িয়ে বেড়াচ্ছে তবুও মানুষ বিশ্বাসই করতে চায়না তারা মারা যাবে ।
১৪ এপ্রিল ২০১৬ সকাল ০৬:২২
303396
শেখের পোলা লিখেছেন : ঘড়ি টিক টিক করে যত এগিয়ে চলেছে আমাদের আয়ু কালের গর্ভে তলিয়ে চলেছে আর মৃত্যু ততই এগিয়ে আসছে৷ শুভেচ্ছা নিও৷
365732
১৪ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০১
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
303425
শেখের পোলা লিখেছেন : Praying Praying Praying Praying
365764
১৪ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৮
আফরা লিখেছেন : সময় দ্রত চলে যায় । কবিতা সুন্দর হয়েছে । ধন্যবাদ চাচাজান ।
১৫ এপ্রিল ২০১৬ রাত ০১:২৩
303455
শেখের পোলা লিখেছেন : শুভেচ্ছা নিও,ভাল থাকো৷
365889
১৬ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪০
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

বেশ হয়েছে- জাযাকাল্লাহ.

এবারে পড়ে দেখুন তো-
জিহ্বায় আরামবোধ হয় কি না-

টিকটিক ঠিকঠিক সময়টা চলছে,
চুপিসারে একাধারে বুঝি কিছু বলছে৷
কানপেতে শোন যদি হয়তোবা জানবে,
জীবনের ইতিহাস জানা তার মানবে৷
সবকিছু দেখে সে- চোখ তার দশটা,
শুরুটাও দেখে আর দেখে তার শেষটা৷

নশ্বর পৃথিবীতে আসে কিছু কিছু যায়,
সময়ের স্রোতটিতো কভু নাহি বাধা পায়৷
আদিতেও সেই ছিল আখেরেও রবেসে,
ভাঙ্গাটিকে গড়ে দেয় গড়াটিকে ভাঙ্গে সে৷
সুখ-দুখ আসে জেনো তাহারই আবর্তে,
আছে যাহা যাবে তাহা মহাকাল- গর্তে৷

সময়ের যন্ত্রটা তাই বলে টিকটিক,
যাকিছু রেখেছ ফেলে করে ফেল ঠিকঠিক৷
হয়ত হবেনা শেষ- এসে যাবে নির্দেশ,
জানোনা তোমার আয়ূ কোন ক্ষণে হবে শেষ৷


যেখানে হোঁচট খেয়েছি সেখানে মেরামত করেছি!

১৭ এপ্রিল ২০১৬ রাত ১২:১৬
303555
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ দেই প্রথমে৷ আমার জানা মতে কবিতার লাইনের শেষে যেমন ছন্দের মিল থাকতে হবে তেমনই প্রতি লাইনে অক্ষরও সম সংখ্যক হতে হবে৷ আমার প্রতিটি লাইনে ১৫টি অক্ষর আছে৷ তার মাঝেই আমি ছন্দ মেলাতে বাধ্য হয়েছি৷ আপনার মেরামতে ছন্দ মিলেছে কিন্তু অক্ষর বেশী হয়ে গেছে৷ তাই সুন্দর হওয়ার পরও বদল করতে পারলাম না স্যরি৷ মেরামতের জন্য ধন্যবাদ৷
১৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৮
303676
আবু সাইফ লিখেছেন : না, না, স্যরি হওয়ার কিচ্ছু নেই! আমি শুধু আমার মনের মত করে পড়তে চেয়েছি!

আপনি বলেছেন-
আমার জানা মতে কবিতার লাইনের শেষে যেমন ছন্দের মিল থাকতে হবে তেমনই প্রতি লাইনে অক্ষরও সম সংখ্যক হতে হবে৷
কথাটি এভাবে পূরোপূরি ঠিক নয়!
"প্রতি লাইনে অক্ষরও সম সংখ্যক" শর্তটি অক্ষরবৃত্তের জন্য প্রযোজ্য, ছন্দবৃত্তের জন্য নয়!
আপনি লিখেছেন ছন্দবৃত্তে,
[আমি ছন্দ মেলাতে বাধ্য হয়েছি]
কিন্তু মিলাতে চেয়েছেন অক্ষরবৃত্তে;
[প্রতিটি লাইনে ১৫টি অক্ষর]-
সমস্যাটি এখানেই;
তাই পাঠকের অসুবিধেটা রয়ে গেছে!

আবার "বদ্ধস্বর" ও "মুক্তস্বর"এর মিশ্র ব্যবহার এবং দুটি পর্বের মাত্রা ঠিক না থাকাতেও অসুবিধেটা বেড়েছে-

টিকটিক ঠিকঠিক/ সময়টা চলছে (৮+৭)
সময়ের স্রোতটি/ কভু নাহি বাধা পায় (৭+৮)
হয়ত পাবেনা সময়/ শেষ করিবার (৯+৬)


কখনো অক্ষরমাত্রাও কমে গেছে-
আছে যাহা যাবে তাহা মহাকাল- গর্তে (১৪)
ফেলে যা রেখেছ করে ফেল ঠিকঠিক (১৪)

আপনার কবিতার উতকর্ষতা আমার আনন্দ বৃদ্ধি করবে নিঃসন্দেহে!

নিচের এ লিংকদুটো আপনার কাজে লাগতে পারে-

ছন্দ: ছড়া, পদ্য, কবিতা


ছড়া-কবিতায় ছন্দের শাসন...

Praying Praying Praying Praying
Good Luck Good Luck
১৮ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৭
303737
শেখের পোলা লিখেছেন : আমি লেখক বা কবি কোনটাই নই৷ এ ব্লগে অনেক কবিতাইতো পড়ি সেগুলো যদি কবিতা হয় তবে আমারটা কেন নয়? তাই মাঝে মাঝে লিখি৷ অত নিয়ম কানুন কবিদের জন্য৷ ধন্যবাদ৷
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:২৮
304086
আবু সাইফ লিখেছেন : এ গানটা শুনেছেন নিশ্চয়ই-
যে কোন কাজ করো না ভাই ...
তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File