@@@ আঁধারে আলো৷@@@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১০ এপ্রিল, ২০১৬, ০৫:১৩:৪৪ সকাল
মৃদু পায়ে ধীরে ধীরে, আঁধার আসিছে ঘিরে,
দিগন্তে বিলীন হল আলোর রেখা৷
রজনী গভীর হল, ধরনী নিকশ কালো,
কে জানে হবেকি ফের আলোর দেখা৷
লক্ষ তারার মেলা, আঁধারে করিছে খেলা৷
রাত জাগা পাখিরা করে আনাগোনা৷
দিগন্ত উজালা হল, আঁধার কিছুটা গেল,
পুবাকাশে উঁকি দিল চাঁদের কণা৷
চাঁদের সারথী হয়ে, পরীরে সঙ্গে লয়ে,
স্বপ্নের খোকারা ঘোরে অচীন দেশে৷
জ্যোসনা গিয়েছে ঝরে, ভ্রমন সাংগ করে,
ধরণী কিনারে রথ থামিল এসে৷
বিষয়: বিবিধ
১০৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সকাল তো হয়ে গেল
এখন ঘুম থেকে উঠে যান
খুব ভলো লিখেছেন।
মাশাআল্লাহ! আপনার ভাবনা ও ছন্দ দুটোই অসাধারণ। ভীষণ ভালো লাগলো।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন