প্রহসন
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৫ মার্চ, ২০১৩, ০৯:৫৮:২৪ রাত
পদতলে কন্টক, কূয়াশার আসমান,
নির্ভীক যাত্রীরা, হুশিয়ার সাবধান।
চাঁদনেই তারা নেই, ঘনঘটা আন্ধার,
পথচলা শেষনেই, আল্লার বান্দার।
ওরা সব চলেছিল, এই পথে একদায়,
ঝোপঝাড় কেটেছিল, আলামত পাওয়া যায়।
গড়েছিল বাতি ঘর, যাহাদের জন্য,
সেই পথে চলে তারা, হয়ে গেল ধন্য।
তারপর বহু দিন, বহুকাল রাত্রী,
হয়ে ছিল কেউ কেউ সে পথের যাত্রী।
ধীরে ধীরে কমে গেল,সেইপথে যাতায়াত,
তারপর শুরু হল, অমানিশা কালরাত।
ঝোপঝাড় জঙ্গল, হায়েনার উৎপাত।
একে একে হল সব বাতিঘর নস্যাৎ।
তারপর একদিন সমমনা কয়জন,
শুরুহল পথচলা, পথ ছিল নির্জন।
সেই পথে ফাঁদ ছিল, পেতেছিল জালেমে,
কৌশলে ধরা হল, কয়জনা আলেমে।
পিছমোড়া দিয়ে কিছু নেওয়া হল ফাটকে,
হৈ চৈ শুরু হল তাহাদের আটকে।
কেউ বলে প্রগতীর ঘোঁড়া এবে ছুটবে,
কেউ বলে দেশহতে ইসলাম উঠবে।
হাঁকাহাঁকি ডাকাডাকি, মজলিশ মন্ত্র,
ঘসেমেজে ঠিকহল পুলিশের যন্ত্র।
প্রতিবেশী দেখাপেল, ইতিহাস বালামে,
দেশটারে ভেঙ্গে ছিল, এইসব গোলামে।
ছলেবলে কৌশলে, অগস্থ যাত্রা
দিয়ে দেব; ম্যাপটায় নব এক মাত্রা।
ঘটি-বাটি চুরি সহ জল ঘোলা করেছে,
যাই হোক, গরু তবু ঘোড়া রোগে মরেছ।
ঋজু হাঁটা মানুষেরা, বুকে হেঁটে চলছে,
পুলিশের যন্ত্রে কিবা কথা বলেছে!
খুঁজে পেতে আন যত পেশাদার ময়না,
মনিবের কথা ছাড়া কিছু যেন কয়না!
শুরু হল সেথা এক বিশ্ব দরবার,
অধিকার হরা হল কারও কিছু কইবার।
নথি হয় যাহাবলে পোষপানা ময়নায়,
ভূল হলে পাশেবসা লোকমায় শুধরায়।
ডিজিটাল দরবারে ইসলাম ফাঁসছে,
দূরে বসে আল্লায় মুচকি হাঁসছে।
আল্লার বান্দায় মৃত্যুকে ডরেনা,
ইমানের পথ হতে একটুও সরেনা।
যুগে যুগে বারবার এমনটি হয়েছে,
আল্লার বান্দায় হাঁসিমুখে সহেছে।
অপরাধী সাজাপাক, সক্কলে চায়তা,
শেষ হোক প্রহসন, শেষ হোক ভাঁওতা।
জয় হোক তার, যার সত্যের আশ্রয়,
মিথ্যার ধ্বংস নিশ্চিত নিশ্চয়।
বিষয়: সাহিত্য
১২৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন