///////// যোগ বিয়োগ \\\\\\\\\

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০১ এপ্রিল, ২০১৬, ০১:২৭:৫৯ রাত



যেতে চাও যাও বলোনা বিদায়

বিদায় বেদনা বিধুর,

বিদায়ের কালে গাওয়া গান খানি,

কখনো হয়না মধুর৷

বিদায়ের গান চাইনা শুনিতে

মিলনের কথা শুধু বল৷

ভাঙ্গনের পথ ছাড়িয়া এবার

গঠনের পথ ধরি চল৷

কেন যেতে চাও হয়নিতো বলা,

বল যা রয়েছে অজানা৷

ভাঙ্গিতে পারে যা সকলে জানিও,

গড়িতে তা পারে ক জনা৷

ভাঙ্গার মাঝেতে রয়েছে যাতনা,

গড়ার মাঝেতে সুখ,

যাতনার জ্বালা সহিতে পারিলে

লাঘব হইবে দুখ৷

বিষয়: বিবিধ

৯২৮ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364308
০১ এপ্রিল ২০১৬ রাত ০১:৩২
গাজী সালাউদ্দিন লিখেছেন : কিও এই কিসব ভাঙ্গা গড়ার কবিতা শুনাচ্ছেন!
বিদায় বলা খুব সহজ
মাগার মেনে নেওয়া কঠিন.
যাক গে, আমি কাওকে বিদায় দেইনি
আমার থেকেও কেউ বিদায় নেয়নি
তো বুঝিনা বিদায় মিলনের সুখ দুঃখ
০১ এপ্রিল ২০১৬ সকাল ০৬:০৮
302156
শেখের পোলা লিখেছেন : আপনারতো এখন যোগ এর সময়৷ বিদায় বলার সময় আসেনি৷ তবুও আগের থেকে অভিজ্ঞতা সঞ্চয় করা ভাল৷ ধন্যবাদ৷
364310
০১ এপ্রিল ২০১৬ রাত ০৩:৫৫
মামুন আব্দুল্লাহ লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ।
০১ এপ্রিল ২০১৬ সকাল ০৬:০৯
302157
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
364319
০১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৪
হাফেজ আহমেদ লিখেছেন : খুব সুন্দর হয়েছে।
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
302180
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
364326
০১ এপ্রিল ২০১৬ সকাল ১১:১৩
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান চাচাভাই,দারুন Happy
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
302181
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ ভাতিজা৷
364337
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:০৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


সুন্দর আহ্বান, জাযাকাল্লাহ

গড়িতে তা পারে ক জনা৷
গড়িতে পারে তা ক'জনা৷


এখানে ৫নং মন্তব্যটি আপনার জন্যও প্রযোজ্য মনে হয়

০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
302182
শেখের পোলা লিখেছেন : ভাই, আমি লেখক নই৷ ভুল হওয়াটাই স্বাভাবিক৷ শুধরে দেবার জন্য ধন্যবাদ৷ আর এই ব্লগ ছাড়া আমার আর কোথাও বিচরণ নেই৷ ধন্যবাদ৷
০২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৫৫
302266
আবু সাইফ লিখেছেন : আমরা চাই লেখক হিসেবে আপনার নাম পয়লা কাতারে থাকুক!
Praying Praying
364343
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
প্যারিস থেকে আমি লিখেছেন :
ভাঙ্গার মধ্যেই গড়ার শুরু
তা কেন বলেন নি গুরু।
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
302183
শেখের পোলা লিখেছেন : ভাঙ্গার আগেইতো গড়তে হবে নইলে ভাংবেন কি? অবশ্য নিজে না গড়ে অন্যেরটা ভাঙ্গা যায়৷ ধন্যবাদ৷
364364
০১ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪৪
০২ এপ্রিল ২০১৬ রাত ০৪:২৮
302216
শেখের পোলা লিখেছেন : :Thinking :Thinking :Thinking Good Luck
364432
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৩৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : অসাধারণ প্রকাশ! ধন্যবাদ।
০২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৩৫
302291
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
364927
০৭ এপ্রিল ২০১৬ রাত ০৯:০৬
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৮ এপ্রিল ২০১৬ রাত ১২:৪৪
302771
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক অনেক ধন্যবাদ৷
১০
365721
১৪ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৫
এ,এস,ওসমান লিখেছেন : আলহামদুল্লিলাহ। ভাল লাগলো।
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
303426
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ আপনাকে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File