///////// যোগ বিয়োগ \\\\\\\\\
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০১ এপ্রিল, ২০১৬, ০১:২৭:৫৯ রাত
যেতে চাও যাও বলোনা বিদায়
বিদায় বেদনা বিধুর,
বিদায়ের কালে গাওয়া গান খানি,
কখনো হয়না মধুর৷
বিদায়ের গান চাইনা শুনিতে
মিলনের কথা শুধু বল৷
ভাঙ্গনের পথ ছাড়িয়া এবার
গঠনের পথ ধরি চল৷
কেন যেতে চাও হয়নিতো বলা,
বল যা রয়েছে অজানা৷
ভাঙ্গিতে পারে যা সকলে জানিও,
গড়িতে তা পারে ক জনা৷
ভাঙ্গার মাঝেতে রয়েছে যাতনা,
গড়ার মাঝেতে সুখ,
যাতনার জ্বালা সহিতে পারিলে
লাঘব হইবে দুখ৷
বিষয়: বিবিধ
৯২৮ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিদায় বলা খুব সহজ
মাগার মেনে নেওয়া কঠিন.
যাক গে, আমি কাওকে বিদায় দেইনি
আমার থেকেও কেউ বিদায় নেয়নি
তো বুঝিনা বিদায় মিলনের সুখ দুঃখ
সুন্দর আহ্বান, জাযাকাল্লাহ
গড়িতে তা পারে ক জনা৷
গড়িতে পারে তা ক'জনা৷
এখানে ৫নং মন্তব্যটি আপনার জন্যও প্রযোজ্য মনে হয়
ভাঙ্গার মধ্যেই গড়ার শুরু
তা কেন বলেন নি গুরু।
মন্তব্য করতে লগইন করুন