&&&// % স্বাধীন পতাকা৷ (সনেট) %\\&&&
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৬ মার্চ, ২০১৬, ১০:১৩:০৩ রাত
স্বাধীনতা কাহারে কয়, কে দেবে বলে
আমারে, দু কুড়ি বছর পার হল মোর
আজও তা রয়ে গেল অজানা আমার৷
হানাহানী খুনোখুনী অনেক হয়েছে,
দেখিয়াছি শত শত লাশের মিছিল৷
দেখেছি দূর্ভিক্ষ আর কত হাহাকার৷
প্রাসাদ চূড়ায় উড়ায়ে লাল সবুজ
ঝাণ্ডা পলকহীন চোখে খুঁজেছি তায়,
পতাকা-মাঝে পাইনিকো সন্ধান আর,
পতাকা পারেকি ঠেকাতে ব্যাঙ্ক ডাকাতি?
পতাকা পারেনা কভু রুধিতে ধর্ষণ,
হায়েনা শকুনের কাছে কি দাম তার৷
এই যদি হয় ঐ কাঙ্খীত স্বাধীনতা,
চোর গুণ্ডা, ধর্ষক ও খুণী ভরা দেশ৷
স্বাধীনতা তুমি যাও ফিরে চলে যাও,
ফিরে যেতে চাই যেখানে ছিলাম বেশ৷
টরোন্ট/২৬/০৩/’১৬
বিষয়: বিবিধ
১৩০১ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
স্বাধীনতা তুমি যাও ফিরে চলে যাও,
ফিরে যেতে চাই যেখানে ছিলাম বেশ৷
আল্লাহ না করুক, চেতনাবাজদের চোখ যেন এ লেখায় না পড়ে।
অনেক ভালো লাগলো কবিতাটি। ধন্যবাদ
পেছনে যাবার কোন পথ নেই...
কবিতা সুন্দর, তবে-
"সনেট"এর সীমানা অরক্ষিত!!
বঙ্গ ভাষা কবিতা কিন্তু ১৪ লাইন
যাই হোক কবিতা সাহিত্য এতো নিয়ম মেনে হয়না। লিখতে থাকুন
সনেটের অন্ত্যমিল ও পঙ্ক্তি-বৈচিত্র্য : প্রথম পর্ব
সনেট সম্পর্কে যাঁদের ধারণা সীমিত, অথচ সনেট লিখতে আগ্রহী, এ পোস্টটি তাঁদের জন্য অবশ্যপাঠ্য। সনেটের উপর যাঁদের স্বচ্ছ ও সম্যক ধারণা রয়েছে, তাঁরা কমেন্টের মাধ্যমে বাড়তি জ্ঞান যোগ করে পোস্টকে সমৃদ্ধ করতে পারেন।
********
প্রথম পর্ব
********
সনেট কী
পাঠকগণ এ সম্পর্কে মোটামুটি ধারণা রাখেন ধরে নিচ্ছি। সনেট হলো ১৪ পঙ্ক্তি বিশিষ্ট কবিতা। ইতালীয় Sonetto (sound-piece : ধ্বনিখণ্ড) হতে সনেট শব্দের উদ্ভব। ইতালীয় ভাষাতেই সনেটের প্রথম বিকাশ হয়েছিল। Dante Alighieri (১২৬৫-১৩২১ খ্রিঃ), Cino da Pistoia (১২৬৫-১৩৩৬), Francesco Petrarca (১৩০৪-১৩৭৪), Giovanni Boccacio (১৩১৩-১৩৭৫), Tarquato Tasso (১৫০৪-৯৫) প্রমুখ কবিগণ সনেটকে বিশ্বসাহিত্যে ব্যাপকভাবে প্রতিষ্ঠা দান করেন। ইতালীয় ভাষায় পেত্রার্কার হাতেই সনেট পূর্ণতা লাভ করে। পরবর্তীতে অন্যান্য ভাষায় সনেট রচিত হলে পেত্রার্কার রীতিই অনুসৃত হতে থাকে, যা থেকে কবিগণ নিজস্ব স্বকীয়তা দ্বারা নিজ নিজ রীতির উদ্ভাবন করত তাতে প্রতিষ্ঠা লাভ করেন।
অপূর্ব ছন্দামালায় সজ্জিত সনেটে সত্যিকারের বাস্তব চিত্র অত্যন্ত মর্মস্পর্শীভাবে ফুটে উঠেছে মাশাআল্লাহ।
মহান রাব্বুল আলামীন আপনার সুস্থতা এবং শাণিত কলমকে গতিশীল রাখুন। সর্বাবস্থায় এই প্রত্যাশা।
সনেট সম্পর্কে নতুন কোন idea পেলে আমাকেও জানাবেন।
কিন্তু আবু সাইফ ভাইয়ের সনেট সম্পর্কে লিখা পোষ্টটি পড় আমি মুগ্ধ।
আপনাকে অনেক ধন্যবাদ
মন্তব্য করতে লগইন করুন