@@@@@ ???/ আর্তনাদ \???@@@@@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ মার্চ, ২০১৬, ০৭:১৯:৪০ সকাল
চোখের আড়ালে কত না তনু দিচ্ছে নিত্য বলীদান,
রাখেনা হিসাব কেউ, না হয় তার কোন পরিসংখ্যান৷
মনুষত্বহীন মানুষ কি অহরহ সর্বত্র করে বিচরণ?
কে দেবে জবাব তার যদি কভু জিজ্ঞাসে জনগণ৷
কোথায় আমার স্বদেশপ্রেমিক লড়াকু সেনারা যত,
তোদের মা-বোনেরে হায়েনা শকুন করে ক্ষতবিক্ষত৷
রক্তে তোদেরকি জ্বলেনা আগুন, চোখেকি রয়েছে ঠুলি?
দোহাই তোদের ঘুমাসনা আর, চেয়ে দ্যাখ দু চক্ষুমেলি৷
রক্ষক আজ ভক্ষক বটে, বিচারের বাণী নীরবে কাঁদে,
বত্রিশ কোটি ছানি পড়া চোখ বন্দী গোলকধাঁধার ফাঁদে৷
নাই প্রতিকার, চাই প্রতিরোধ, 'রোকো' জালেমের হাত খানি,
ঐতিহ্যবাহী এ জাতির ললাটে যারা দিতেছে কালীমা টানি৷
টরোণ্ট/২৪/০৩/’১৬
বিষয়: বিবিধ
১০৬২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার তীব্র প্রতিবাদের সাথে কন্ঠ মিলিয়ে বিচারের বায়বীয় দাবি জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে৷
ধন্যবাদ, কবিতাটি দারুণ মেসেজ বহন করছে
লেখাটা আজ দুপুরের আগেই পোস্ট করুন প্লিজ!!!!!
মন্তব্য করতে লগইন করুন