{}{}{}% সফল জনম %{}{}{}
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ মার্চ, ২০১৬, ০৮:৫১:৪৮ রাত
নজরুল হতে পারিনি আমি, না পেরেছি হতে ফররুখ,
শত অনিয়ম সহিয়া চলেছি তবু খুলিতে পারিনা মুখ৷
নাই ভাষা প্রতিবাদের, বিদ্রোহ সেতো সুদূর পরাহত,
বিবেকের জ্বালা সহিয়া করি ক্ষমতার কাছে মাথানত৷
কাফেরতো মানিনা নিজেকে, মুনাফেকিতেও নই রাজি,
তবে কেন ভয় জিহাদ করিতে, ধরিয়া জীবন বাজী!
অবহেলিত মোর ইসলাম আজ, সুফ্ফারা পায় ফাঁসী,
মাতম করি আপনার মাঝে, হেরি মুনাফেকদের হাঁসি৷
রক্তে আমার জাগেনা কাঁপন, মোরা যত কাপুষের দল,
মুমিন হওয়ার ডংকা পিটাই, সাথে নাই ইমানের বল৷
নবীর পিয়ারে কেঁদে ভাঁসে বুক, সুন্নাত নিয়ে জুড়ি তর্ক,
প্রকৃত সুন্নত জীবন-জিহাদ, তার সাথে নাই সম্পর্ক৷
শোকেসে রেখেছি কোরান হাদীশ, ইসালে সওয়াব তরে,
ভাবিনি কখনও উসুলে সওয়াব কেমনে হাসিল করে৷
নিজের কাছে প্রশ্ন করি, হও যদি শেষ নবীর উম্মত,
তাঁর অর্পিত কাজ সমাধা করিতে হারাও কেন হিম্মত!
দ্বীনের পথে সংগ্রাম করা, জেনো সব চেয়ে বড় সুন্নাহ,
সফল হবে জনম তোমার, পরকালে পেতে পারো জান্নাহ৷
বিষয়: বিবিধ
১০১০ বার পঠিত, ১৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন