{}{}{}% সফল জনম %{}{}{}

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৪ মার্চ, ২০১৬, ০৮:৫১:৪৮ রাত

নজরুল হতে পারিনি আমি, না পেরেছি হতে ফররুখ,

শত অনিয়ম সহিয়া চলেছি তবু খুলিতে পারিনা মুখ৷

নাই ভাষা প্রতিবাদের, বিদ্রোহ সেতো সুদূর পরাহত,

বিবেকের জ্বালা সহিয়া করি ক্ষমতার কাছে মাথানত৷

কাফেরতো মানিনা নিজেকে, মুনাফেকিতেও নই রাজি,

তবে কেন ভয় জিহাদ করিতে, ধরিয়া জীবন বাজী!

অবহেলিত মোর ইসলাম আজ, সুফ্ফারা পায় ফাঁসী,

মাতম করি আপনার মাঝে, হেরি মুনাফেকদের হাঁসি৷

রক্তে আমার জাগেনা কাঁপন, মোরা যত কাপুষের দল,

মুমিন হওয়ার ডংকা পিটাই, সাথে নাই ইমানের বল৷

নবীর পিয়ারে কেঁদে ভাঁসে বুক, সুন্নাত নিয়ে জুড়ি তর্ক,

প্রকৃত সুন্নত জীবন-জিহাদ, তার সাথে নাই সম্পর্ক৷

শোকেসে রেখেছি কোরান হাদীশ, ইসালে সওয়াব তরে,

ভাবিনি কখনও উসুলে সওয়াব কেমনে হাসিল করে৷

নিজের কাছে প্রশ্ন করি, হও যদি শেষ নবীর উম্মত,

তাঁর অর্পিত কাজ সমাধা করিতে হারাও কেন হিম্মত!

দ্বীনের পথে সংগ্রাম করা, জেনো সব চেয়ে বড় সুন্নাহ,

সফল হবে জনম তোমার, পরকালে পেতে পারো জান্নাহ৷

বিষয়: বিবিধ

১০২৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

363518
২৪ মার্চ ২০১৬ রাত ০৯:৩৪
আবু জান্নাত লিখেছেন : মাশা আল্লাহ, কবিতায় কবিতায় মনের ভাব দারুন করে ফুটে তুলেছেন। ধন্যবাদ
২৪ মার্চ ২০১৬ রাত ১১:৪৫
301389
শেখের পোলা লিখেছেন : 'মোল্লার দৌড় ঐ মসজিদ পর্যন্ত'৷এর বেশী করার মুরোধ নেই তাই৷ ধন্যবাদ৷
363520
২৪ মার্চ ২০১৬ রাত ০৯:৫৪
২৪ মার্চ ২০১৬ রাত ১১:৪৫
301390
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
363531
২৪ মার্চ ২০১৬ রাত ১১:১২
আফরা লিখেছেন : কবিতার মাঝে বর্তমান মুসলমানদের প্রকৃত চরিত্র ফুটে উঠেছে । খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ চাচাজান ।
২৪ মার্চ ২০১৬ রাত ১১:৪৬
301391
শেখের পোলা লিখেছেন : মামনীর জন্য অনেক শুভেচ্ছা
363532
২৪ মার্চ ২০১৬ রাত ১১:১৬
২৪ মার্চ ২০১৬ রাত ১১:৪৭
301392
শেখের পোলা লিখেছেন : আপনাকে ধন্যবাদ Good Luck Good Luck Good Luck
363533
২৪ মার্চ ২০১৬ রাত ১১:২৭
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান চাচা। সঠিক বলেছেন। আমাদের গর্জে ওঠার হিম্মতের অভাবে এমনটা হয়েছে
২৪ মার্চ ২০১৬ রাত ১১:৫১
301393
শেখের পোলা লিখেছেন : বিপ্রদাস বাবু বললেন, 'ঝকঝকে বাঁধানো দাঁত দিয়ে খিঁচানো চলে কামড়ানো যায়না'৷ আমরা সেই বাঁধানো দাঁত, তাই খিঁচিয়েই চলেছি ভাতিজা৷কামড়ানো দাঁত কবে পাব জানিনা৷ ধন্যবাদ৷
363585
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০০
রাইয়ান লিখেছেন : সুবহান আল্লাহ ! সত্যি অসাধারণ ! অসাধারণ সুন্দর লেখা.... অনেক ধন্যবাদ আপনাকে !
২৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৭
301418
শেখের পোলা লিখেছেন : আপনার ভাল লাগায় মুগ্ধ হলাম৷ আপনাকে ধন্যবাদ৷
364090
২৯ মার্চ ২০১৬ রাত ১০:০৯
হাফেজ আহমেদ লিখেছেন : মাশাাআল্লাহ। অনেক ভালো লেগেছে।
৩০ মার্চ ২০১৬ সকাল ০৫:১৩
302002
শেখের পোলা লিখেছেন : ভাল লাগায় প্রীত হইলাম৷ ধন্যবাদ৷ আবার আসবেন৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File