@@@@@ অভিলাষ @@@@@
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৮ মার্চ, ২০১৬, ০৮:৫০:৫৩ রাত
গৌরী সেনের অনেক টাকা,
না হয় কিছু নিয়েছি,
দেশটাকেতো স্বাধীন করে,
তোদের হাতেই দিয়েছি৷
আহা উহু করবি যদি,
আঙ্গুল খানা বাঁকাবো,
সেই আঙ্গুলে ঘি এনে তাই,
তোদের নাকে শোঁকাবো৷
ভারত মাতার ম্যাপখানি ফের,
আগের মত সাজাবো,
মন্দীরের সব ঘণ্টা গুলো
তোদের দ্বারাই বাজাবো৷
মসজিদ গুলো থাকবে পড়ে,
মাদ্রাসা আর থাকবে না,
ধর্মের নামে গো-হত্যা,
আর কখনও চলবে না৷
আর পাবিনা মক্কা যেতে,
ঘুরবি কাশী বৃন্দাবন,
নামাজ রোজাও ছেড়ে গাবি’
দূর্গা কালীর নাম ভজণ৷
সকাল বিকাল ধর্ণা দিবি,
বাবুর বাড়ির উঠানে,
প্রসাদ পেয়ে ধন্য হবি,
বাবুর পূঁজা পার্বণে৷
টরোণ্ট/১৪/০৩/’১৬
বিষয়: বিবিধ
১৩০০ বার পঠিত, ৪৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হুম! আসলেই দুর্গতি ধেয়ে আসছে এই বাঙ্গালদের গলায়।
রেখে যাওয়া সম্পত্তি,
নিলোই না হয় আটশ কোটি
কেন বল ডাকাতি?
সব দিয়েছেন ঢেলে
বাবুদের চরনখানি
ধুুয়ে দিতাম পেলে
যোগাড় রাখা চাই,
চরণ সেবার আসছে সময়,
সন্দেহ তায় নাই৷
কি শোনার কথা শুনছি
৪৪ বছর পরেও আমি
স্বাধীনতাটাকে খুজছি
ছন্দ মিলাতে পারলে আমিও একটু লিখে দিতাম!
চমৎকার ছন্দাকারে লিখা পদ্য শুধু ভীতির আবেশ লাগায় মনে...
এই লাগাটাই একে একে বাস্তবে রূপ নিচ্ছে৷ মানুষে গা সওয়া হয়ে যাচ্ছে৷ এক সময় হয়ত আমাদের আগের মতই দাস বানিয়ে ফেলবে৷
একেবারেই মন্দ না,
করতে হবে বাঁচতে হলে
ভারত মাতার বন্দনা!
নাউজুবিল্লাহ।
(আল্লাহ আমাদের ঈমান-আমল মজবুত করে দিন)
জগৎ খ্যাত চেতনা,
যার তলেতে চেপ্টা হল
ষোল কোটির ভাবনা৷
ধন্যবাদ আপনাকে৷
হা হা হা এই সব তো এখন মাত্র সময়ের ব্যাপার। তবে ভারত আগের অবস্থায় ফিরে গেলে মন্দ হয় না, তখন, আমাদের কে আর কস্ট করে বলতে হবে না, ভারতের পাশের দেশ।
বারাকাল্লাহু ফিক।
কবিতা অপূর্ব সুন্দর হয়েছে চাচাজান ।
যায় হোক, ভাল লেখেছেন।
যায় হোক,ভুল না করলে মন্তব্যটা হয় তো হবে
যুবক সমাজের চোখ এখন খুঁজে ফেরে খিলাফাহ্। আর আল্লাহর কসম বিজয় আমাদের হবেই। এ কাথাটি-ই অন্তিম সত্য। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামের হাদীসের ভাষ্য।
সামনে শুধু বিজয়ের অপেক্ষা।
জাযাকুমুল্লাহ খাইরান।
মন্তব্য করতে লগইন করুন