@@@@@ দুঃখ আমার @@@@@

লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৪ মার্চ, ২০১৬, ১০:৩৯:২২ রাত

দুঃখেতে মোর জীবন গড়া, দুঃখকে তাই পাইনা ভয়,

দুঃখ যত আসার আসুক, দুঃখ দিয়েই করব জয়৷

দুঃখ আমার খেলার সাথী, আঁধার ঘরে কূপির বাতি,

দুঃখ আমার শীতের কাঁথা, তারই তলে কাটাই রাতি৷

দুঃখ আমার মাথার ছাতা, আষাঢ় মাসে বাদল দিনে,

দুঃখ আমার চোখের আলো, চলতে শেখায় পথটি চিনে৷

দুঃখ আমার কলার ভেলা, ভাঁসিয়ে রাখে বান ভাঁসিতে,

দুঃখ আমার গানের কলি, সূর তোলে সে মন বাঁশীতে৷

দুঃখ আমার খেরো খাতা, হয় লেখা যা ঘটছে সবি,

দুঃখ আমার জীবন গাঁথা, ইউ টিউবে রঙ্গীন মুভি৷

দুঃখ আমার জীবন সাথী, গর্বীত হই তার কারণে,

দুঃখ আমায় সান্ত্বনা দেয়, কেউ না জানে আল্লাহ জানে৷

বিষয়: বিবিধ

১২৩৭ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

362484
১৪ মার্চ ২০১৬ রাত ১১:১৫
আফরা লিখেছেন : সুখ-দুঃখ পাশাপাশি থাকবে জীবনে তাই দুঃখকে ভয় পেয়ে লাব নাই । দুঃখের পরেই সুখ আসে । কবিতা ভাল লেগেছে চাচাজান ।

অনেক ধন্যবাদ চাচাজান ।
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৬
300401
শেখের পোলা লিখেছেন : দুঃখকে জয় করতে পারলেই সুখের আনন্দ উপভোগ করা যায়৷ শুভেচ্ছা নিও৷
(লাব নয় লাভ হবে৷)
362487
১৪ মার্চ ২০১৬ রাত ১১:৩২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : দুঃখ আছে বলেই সুখকে এত সুখী মনে হয়।
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৮
300402
শেখের পোলা লিখেছেন : একেবারে খাঁটি কথা৷ যারা দুখ দেখেনি তারা সুখও বোঝেনা৷ ধন্যবাদ৷
362488
১৪ মার্চ ২০১৬ রাত ১১:৩৮
আব্দুল গাফফার লিখেছেন : মাসাল্লাহ! যথার্থ সুন্দর লেখেছেন । Good Luck Applause অনেক ধন্যবাদ
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৮
300404
শেখের পোলা লিখেছেন : জাজাকাল্লাহ৷ আপনাকে অননেক ধন্যবাদ৷
362490
১৪ মার্চ ২০১৬ রাত ১১:৪৮
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুহৃদ বড় ভাই।

আপনার কাব্যিক ছন্দে গাঁথা কষ্টের সুতীব্র গভীর অনুভূতিগুলো অমূল্য এক বিজয়গাঁথা স্বপ্নে অত্যন্ত হৃদয়স্পর্শী করে উপস্থাপিত করেছেন মাশাআল্লাহ।

মহান সৃষ্টিকর্তা আপনার সুললিত লিখনীকে আমাদের জন্য সর্বত উপজীব্য করুণ এটাই প্রত্যাশা। ভালো থাকুন খুব ভালো সকল মন্দ কষ্টগুলোকে আপন সৃষ্টিশীল শক্তি দিয়ে পরাজিত করে।
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৫১
300405
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অ রহমাতুল্লাহ৷ আপনার সুন্দর মন্তব্যটি আমায় অনেক প্রেরণা যোগাবে সন্দেহ নেই৷ অসংখ্য ধন্যবাদ রইল৷
362493
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৪৪
আবু তাহের মিয়াজী লিখেছেন : দুঃখ আমার জীবন সাথী, গর্বীত হই তার কারণে,

দুঃখ আমায় সান্ত্বনা দেয়, কেউ না জানে আল্লাহ জানে৷
অনেক ধন্যবাদ
১৫ মার্চ ২০১৬ রাত ১২:৫২
300406
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অজস্র ধন্যবাদ৷
362503
১৫ মার্চ ২০১৬ সকাল ১১:৪৩
বিবর্ন সন্ধা লিখেছেন : Assalamu alaykum

সত্যি
আল্লাহ সব জানেন
কতটুকু দুঃক্ষ আমি সইতে পারবো
তা হিসেব করে ই তিনি দুঃক্ষের সীমা বাধেন ,
এর প্রতিদান ও তিনি ইন সাহ আল্লাহ দিবেন ,
যদি আমরা শেষ পর্যন্ত ধর্য ধরে যেতে পারি..

ঐযে কথায় আছে না , "আল্লাহর মাইর আক্কেলের বাইর "
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৬
300481
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম৷ সঠিক কথাই বুঝেছেন ও বলেছেন৷ আপনাকে অনেক ধন্যবাদ৷
362535
১৫ মার্চ ২০১৬ বিকাল ০৪:১০
কুয়েত থেকে লিখেছেন : কবিতাটি দারুন ভালো লাগলো দুঃখ আমার শীতের কাঁথা, তারই তলে কাটাই রাতি দুঃখ আমার মাথার ছাতা, আষাঢ় মাসে বাদল দিনে আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৮
300482
শেখের পোলা লিখেছেন : দুঃখীরা জানে ও মানে দুঃখই তাদের সকল কাজের সাথী আর সকল কাজের প্রেরণা৷ ধন্যবাদ আপনাকে
362670
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:২৮
১৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০৪
300543
শেখের পোলা লিখেছেন : ধন্যবাদ৷Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
363210
২১ মার্চ ২০১৬ রাত ১১:২৭
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : সুন্দর লিখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই এবং দোয়া করি যেন আপনার ক্ষুরধারা লিখনী অব্যাহত থাকে
আমিন
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৪
302184
শেখের পোলা লিখেছেন : ক্ষুরধার নয় বড়ই ভোঁতা লেখনি তবে আনাদের দোওয়ায় আমিন বলি যদি কিছু এগুতে পারি৷ ধন্যবাদ৷
১০
364317
০১ এপ্রিল ২০১৬ সকাল ১০:৪০
গাজী সালাউদ্দিন লিখেছেন : সুখ দুঃখ দুটির স্থায়িত্ব সমান। তবে দুঃখ বেশি ভোগায় বলে তা দীর্ঘ মনে হয়।
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
302185
শেখের পোলা লিখেছেন : এ জন্যই হয়তো বলে বাসর রাত ছোট হয় আর দুঃখ রজনী পোহায় না৷ ধন্যবাদ
০১ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৫
302193
গাজী সালাউদ্দিন লিখেছেন : অই বাসর রাতে কথা বলে মনে জ্বালা দিবেননা! আমার বাসর রাত পিছায়ে গেছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File