%%%% কানামামা %%%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৭ মার্চ, ২০১৬, ১২:৫৬:২০ রাত



গহীন সাগরে ভাঁসিয়েছিলাম নাও অধিক সুখের তরে,

কিনারা কোথায় পেলামনা খুঁজে সারাটি জীবন ভরে৷

সুখের ঘাটতি পড়েনি কভু তবুও না জানি কিসের টানে,

হাল হারা নাও চলিয়াছে ভেঁসে জীওন কাঠির সন্ধানে৷

ছেঁড়া পাল ওড়ে পৎপৎ করে, বাতাস তো বাধেনা তায়,

স্রোতের টানে ভাঁসিয়া চলেছি, গন্তব্য কোথায় জানিনা হায়৷

যোগ্যতা মোদের তলানীতে ছিল, ছিল লাভ ও লোভের আশা,

অথৈ সাগরে ধরেছিনু পাড়ি পাথেয় মাত্র গাল ভরা ভাষা৷

ভাষার তফাতে ভায়েরে মেরেছি মোরা, কাঁপেনি মোদের হাত,

এক বুক পানি কচুড়ি পানার তলে কেটেছে কতনা রাত৷

কত মা বাবার জীবন গিয়েছে, কত বোনের গিয়েছে হায়া,

ভিটে বাড়ি পুড়ে বিরাণ হয়েছে, ছেড়েছি মাতৃভূমীর মায়া৷

কত ভাই মোর লড়াই করেছে, কতনা জীবন দিয়েছে রণে,

কত ভাই মোর পঙ্গু হয়েছে লড়ে যেতে সেই হায়েনার সনে৷

অবশেষে এল বিজয়ের দিন, উল্লাসে মাতিয়া উঠিল দেশ,

মুখে এল ভাষা অন্তরে আশা, অপশাসনের হল বুঝি শেষ৷

বিরোহীরা জাগে বিনিদ্র রজনী, এল বুঝি রঙিন প্রভাত,

শেষ হয়ে যাবে যত হানাহানি, শেষ হবে যত সংঘাত৷

কিন্তু একি! স্বপ্ন-প্রাসাদ চুরমার করে নতুন প্রভাত এল,

মানবতা আর শত প্রতিজ্ঞার জীবন্ত সমাধী রচিত হল৷

জমাট বাঁধা লাখো শহীদের রক্ত যা সবুজ জমিনে পড়ে,

কানামামা, অর্জন খানি পতাকা হয়ে মৃত শ্মশানে ওড়ে৷

বিষয়: বিবিধ

১০৫২ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361655
০৭ মার্চ ২০১৬ রাত ০১:০৮
সন্ধাতারা লিখেছেন : Salam respected brother. Excellent expression, rhythm and thought. Jajakallahu khair.
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:০০
299769
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম৷ আপনাকে ধন্যবাদ৷ ভাল থাকেন৷
361667
০৭ মার্চ ২০১৬ রাত ০২:১৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

সাগর সেঁচে মুক্তো আনার মতোই অমূল্য প্রতিটি শব্দের গাঁথুনিতে কবিতার প্রকাশ!
মন ছুঁয়ে গেলো আলহামদুলিল্লাহ!
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:০২
299770
শেখের পোলা লিখেছেন : অ আলাইকুমুস সালাম অ রহমাতুল্লাহ৷ সকল প্রশংসা আল্লাহর৷ আমি তার গোলাম৷ এত প্রশংসার যোগ্য নই৷ ধন্যবাদ৷
361685
০৭ মার্চ ২০১৬ সকাল ১১:৩৪
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:০৩
299771
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷Good Luck Good Luck Good Luck
361695
০৭ মার্চ ২০১৬ দুপুর ১২:০৫
আফরা লিখেছেন : দেশ কলংকমুক্ত হলেই সুখ সাগরে ভেষে যাবেন চাচাজান ! কবিতা খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ চাচাজান ।
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:০৭
299772
শেখের পোলা লিখেছেন : মারে বড় দুঃখে এ সব কথা বের হয়ে আসে৷ কি হারালাম আর কি পেলাম৷ শুধুই এক টুকরা কাপড়ের পতাকা৷ সান্ত্বনা- 'নেই মামার চেয়ে কানা মামা ভাল'৷শুভেচ্ছা নিও৷
361698
০৭ মার্চ ২০১৬ দুপুর ১২:১৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
কিন্তু একি! স্বপ্ন-প্রাসাদ চুরমার করে নতুন প্রভাত এল,

মানবতা আর শত প্রতিজ্ঞার জীবন্ত সমাধী রচিত হল৷

জমাট বাঁধা লাখো শহীদের রক্ত যা সবুজ জমিনে পড়ে,

কানামামা, অর্জন খানি পতাকা হয়ে মৃত শ্মশানে ওড়ে৷


শেখ ভাই, যা বললেন না, পড়ে ইর্ষায় গা পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শেখের পোলা শেখ, বাপকা বেটা।
০৭ মার্চ ২০১৬ রাত ০৮:১৩
299780
শেখের পোলা লিখেছেন : গাজী ভাই, বড় দুঃখ বড় জ্বালা এ হৃদয়ে শ্বতত জ্বলে/ছিলাম কোথায় আর এলাম কোথায় চলে৷৷
কত বঞ্চনার মিথ্যে খতিয়ান দেখিয়ে হাজারও প্রতিজ্ঞার প্রলোভন আর প্রাপ্তি এক খানা লাল সবুজ কাপড়, যা কাফনেরও অযোগ্য৷ ধন্যবাদ৷ ভাল থাকেন৷
361746
০৭ মার্চ ২০১৬ রাত ০৯:৪২
দ্য স্লেভ লিখেছেন : কানা মামা হিসেবে যা পেলাম তা তো নেই এর মতই....এটা মামা নয়,,শুধুই কানা...
০৮ মার্চ ২০১৬ রাত ০১:৩৯
299801
শেখের পোলা লিখেছেন : না চাচা, নেই মামার চেয়ে কানা মামা ভাল৷ এই পতাকাই আমাদের সেই কানামামা৷ বাকী সব অশ্বডিম্ব৷ ধন্যবাদ৷
361890
০৯ মার্চ ২০১৬ রাত ০২:৪৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ।
Day Dreaming Day Dreaming Rose
০৯ মার্চ ২০১৬ রাত ০৪:১৩
299901
শেখের পোলা লিখেছেন : আপনার ইমো বোধ হয় মিট মিট করে সেই পতাটাকে দেখে৷ হয়ত জানে,-নেই মামার চেয়ে কানামামা ভাল৷ধন্যবাদ৷
362448
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : স্বাগতম ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৪ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৬
300366
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷ আগের মত আর আপনাকে দেখা যায়না৷ নিয়মিত হবার অনুরোধ রইল৷
363677
২৬ মার্চ ২০১৬ দুপুর ১২:৫৯
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনার আজকের উদ্বোধনী বক্তব্যটি কালকে আবার পোস্ট করবেন প্লিজ! সবাই জানে ২৭ তারিখ, আমি ভেবেছিলাম ২৬ তারিখ তাই পোস্ট করা। দু:খ নেবেন না। পোস্ট টা ডিলিট বা ড্রাফট করে কালকে বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় আবার পোস্ট করবেন। ধন্যবাদ। আর হ্যাঁ আমার পোস্ট সরিয়ে ফেলেছি
২৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
301506
গাজী সালাউদ্দিন লিখেছেন : ভাই আমি লজ্জিত দুখিত স্তম্ভিত। ২৬ তারিখের প্রোগ্রাম ২৭ তারিখ হলে কেমতে কি! আমিও নিজেও বলদ হলাম আপনাকেও বানালাম! যদিও আমি দোষ স্বীকার করে নিয়েছি, কিন্তু তারিখ নিয়ে হযবরল অবস্থার জন্য তারা কি দায়ী নয়! আজকের লেখা পোস্ট করার পর খুব সাড়া পাচ্ছিলাম কিন্তু অতি কষ্টে সরিয়ে ফেলতে বাধ্য হলাম. কাল সন্ধ্যায় লেখা রিপোষ্ট হবে. আমাকে ক্ষমা কর বেন
২৭ মার্চ ২০১৬ বিকাল ০৪:৪২
301611
গাজী সালাউদ্দিন লিখেছেন : ২৭ মার্চ রবিবার বাংলাদেশ সময় সন্ধা ৭ টার আয়োজনে সকলের অংশগ্রহন কামনা করি। পরিচালক (গাজী সালাউদ্দিন) পোস্ট দেয়ার সাথে সাথে অন্যরা মন্তব্যের ঘরে অর্পিত দায়িত্ব আন্জাম দেব। পরিচালক তার পোস্টে ব্লগারের নামসহ এগুলো যোগ করে সবগুলোকে এক পোস্টে রুপায়িত করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File