%%% ঐ ঘোড়া রোগেই গরুটা মরেছে মাসী৷ %%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ০৬:০৪:২৩ সকাল

এক গরীব বিধবা এক গ্রামে বাস করে৷ সংসারে আত্মীয় স্বজন বলতে ধারে কাছের কেউই নেই৷ আছে এক চিলতে ভিটেয় একটা ঘর আর একটা গোয়াল ঘর৷ সহায় সম্পদ বলতে আছে একটা গাই গরু৷ গাইয়ের দুধেই চলে সারা বছরের খরচ৷ বাছুর বড় হলে তাকে বিক্রী করে চলে অন্যান্ন খরচ৷ বয়স হয়েছে কবে মরে যায়, তাই বড় শখ মরার আগে একবার কাশী বৃন্দাবন গিয়ে বাবা বিশ্বনাথ দর্শন৷ কিন্তু তা কেমন করে সম্ভব! গাইটাকেতো আর সাথে নেওয়া যায়না৷ বড় যত্নের আর উপকারী ধন৷

বুড়ি সিদ্ধান্ত নিল প্রতিবেশীর কাছে গাইটিকে কদিনের জন্য রেখে এ বার যাবেই যাবে৷ একজন বিশ্বস্ত প্রতিবেশীর সাথে এ নিয়ে কথা বলে ঠিক করল যে, বুড়ি যতদিন না আসবে প্রতিবেশী গাইটির সব দুধ নেবে আর গাইটিকে লালন পালন করবে৷ যখন বুড়ি ফিরে আসবে তখন তার গাই তাকে ফিরিয়ে দেবে৷

একটা শুভ দিন দেখে গাইটি প্রতবেশীকে দিয়ে বুড়ি তির্থে চলে গেল৷ এক দিন দু দিন এক মাস দুমাস করে প্রায় বছর হতে চলল, বুড়ী এ তির্থ ও তির্থ ঘুরে বেড়াতে লাগল৷ এদিকে গাইয়ের দুধ বন্ধ হয়েছে৷ গাইটি এখন প্রতিবেশীর কাছে বোঝা মনে হচ্ছে, অথচ বুড়ির কোন খোঁজ নেই৷

হঠাৎই লোক মারফত জানাগেল যে, বুড়ির তির্থ শেষ হয়েছে৷ খুব শিঘ্রই বুড়ি বাড়ি ফিরবে৷ প্রতিবেশীর জন্য সংবাদটা দুঃসংবাদ হয়ে দেখাদিল৷ সে ভেবেছিল এতদিনে বুড়ি আর বেঁচে নেই৷ অতএব, গাইটি এখন তার৷ সে একটা ফন্দী আঁটল৷ খরিদ্দার ডেকে গাইটা বিক্রী করে দিল৷ কয়েকদিন পরেই বুড়ি ফিরে এল আর গাই আনতে গেল৷ বুড়িকে দেখে প্রতিবেশী মাথায় হাত দিয়ে বসে পড়ে কেঁদে কেঁদে বলল, ‘দুঃখের কথা কি আর বলব মাসী, মাস খানিক আগে কি একটা অসুখ হল আর তাতেই গাইটা মরে গেল৷’ ঘটনা শুনে বুড়িও কেঁদে ফেলল, কিন্তু প্রতিবেশীর কান্নায় কপটতা অনুভব করল৷ বলল, ‘বাবারে আমাকে ভাগাড়ে নিয়ে চল৷ হাড় গোড় গুলো দেখে পরাণটা জুড়াই’৷ প্রতিবেশী বুড়িকে ভাগাড়ে নিল বটে কিন্তু তাকে দেখাবার মত তেমন হাড়গোড় পেলনা৷ অবশেষে একটা মাথার হাড় পাওয়া গেল আর তাই বুড়িকে দেখিয়ে আর একবার কান্না শুরু করল৷ বুড়ি অনেকক্ষন হাড়টা নিরিক্ষণ করে বলল, ‘বাবারে এটাতো গরুর নয় ঘোড়ার মাথার হাড় মনে হচ্ছে’৷ তখন প্রতিবেশী বলল. ‘তবে কি আর বলছি মাসী, ঐ ঘোড়া রোগেইতো গরুটা মারা গেল৷’

(সংগ্রহ)

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360537
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৬:৪৯
দ্য স্লেভ লিখেছেন : হহাহাহাহাহাহাহাহা...বেশ মজা পেলুম
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৬
298799
শেখের পোলা লিখেছেন : আমানতের খেয়ানত, পর ধনে লোভ,আর মিথ্যা অজুহাতে খোঁড়া যুক্তি৷ ভাতিজা৷ ধন্যবাদ৷
360538
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৭:০১
শিহাব আহমদ লিখেছেন : এ ঘোড়ারোগেই আজকাল আমাদের ব্যাংকগুলোর গ্রাহকদের আমানতগুলো খেয়ে ফেলছে। দারুণ রম্যগল্প লিখেছেন। ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৭
298800
শেখের পোলা লিখেছেন : এটা একটা প্রবাদ বাক্য৷ তার পিছনের ঘটনাটা বললাম৷ ধন্যবাদ৷ আপনি যা বলেছেন তাও সঠিক৷
360544
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:২৬
বিবর্ন সন্ধা লিখেছেন : Assalamu alaykum


পুরাই টাসকি খাওয়ার মত গল্প … At Wits' End Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

লোভের বসে মানুষ কত কিছু ই না করে Good Luck
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৮:৫৯
298801
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুস সালাম৷ ধন্যবাদ৷ এমনটাই আজকাল বেশী ঘটছে৷ ধন্যবাদ৷
360547
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ০৯:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ঘোড়া রোগেই এখন আমরা মরছি!!!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪০
298852
শেখের পোলা লিখেছেন : সমস্যা হল ডাক্তার পাওয়া যা্চ্ছেনা৷ ধন্যবাদ৷
360558
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সকাল ১১:৪৪
নেহায়েৎ লিখেছেন : এ রোগেই মরছে দেশের মানুষগো!
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
298853
শেখের পোলা লিখেছেন : সময়মত টিকা না নিলে এমনতো হবেই৷ ধন্যবাদ স্যার৷
360560
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ১২:০২
আফরা লিখেছেন : অনেক খারাপ রোগ আমার মাঝে আছে তবে ঘোড়ারোগ আর হিংসা এই দুইটা নেই ।

খহুব ভাল লাগল ধন্যবাদ চাচাজান ।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪১
298854
শেখের পোলা লিখেছেন : খুব ভাল কথা৷ শুভেচ্ছা নিও৷
360573
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০২:২৬
আবু জান্নাত লিখেছেন : সম্পদের লোভেই তো বিপথে যায়। ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৪
298855
শেখের পোলা লিখেছেন : আর এ জন্যাই ইসলামে যার যা আছে তা থেকে অন্যের জন্য খরচ করতে বলা হয়েছে৷ যাতে মালের মহব্বত না জন্মে৷ ধন্যবাদ৷
360576
২৭ ফেব্রুয়ারি ২০১৬ দুপুর ০৩:১৯
প্রেসিডেন্ট লিখেছেন : হাহাহাহা। তবে এই ঘোড়ারোগেই আমরা এদেশীয়রা এখন মরছি।
২৭ ফেব্রুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:৪৫
298856
শেখের পোলা লিখেছেন : আসুন, এ রোগ থেকে মুক্ত হই৷ ধন্যবাদ৷
360597
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:০৪
আব্দুল গাফফার লিখেছেন : বেশ! মজার গল্প । অতি বিশ্বাসের খেসারত অনেক । বুড়ি অতি বিশ্বাস করে ধোঁকা খেয়েছে । শিক্ষণীয় গল্পটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ
২৭ ফেব্রুয়ারি ২০১৬ রাত ০৮:১৫
298858
শেখের পোলা লিখেছেন :
এমন পরিস্থিতি হতেই পারে যাতে কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়৷ বিশ্বাসঘাতকতাটাই বিপদ ডেকে আনে৷ ধন্যবাদ আপনাকে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File