়ঃ়ঃ-- নির্বাচনী হাওয়া --ঃ়ঃ

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৩ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৪৭ রাত

বইছে হাওয়া নির্বাচনের,

ঘুম নাই তাই মানুষ জনের৷

রং বে রংয়ের বিজ্ঞাপনে,

রং ছড়াবে সবার মনে৷

হাট বাজার ও পথে ঘাটে,

চায়ের দোকান খেলার মাঠে,

জিততে হবে এমন আশায়,

শান দেবে কেউ মুখের ভাষায়৷

ঝুঁকিয়ে মাথা সালাম দেবে,

সবার হাতে হাত মেলবে৷

কারও মাথায় উঠবে টুপি,

কেউবা যাবে চুপি চুপি৷

কেউবা আবার মাইক হাতে,

বলবে ‘আসুন আমার সাথে৷’

দেবেন নতুন আশার বাণী,

করবে গরম মঞ্ছ খানি৷

খয়রাতিরা আসবে দ্বারে,

ভোট ভিক্ষা করার তরে৷

মিষ্টি মুখের বচন শুনে,

ফাঁসবে আবার জনগনে৷

কেউবা টাকার বস্তা হাতে,

কিনবে ভোটার আঁধার রাতে৷

কেউবা হাতে অস্ত্র নিয়ে,

ব্যালট পেপার কাড়বে গিয়ে৷

বাক্স ভরে চালান যাবে,

গনতন্ত্রের বিজয় হবে৷

বিষয়: বিবিধ

৯৫২ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355100
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৪
গাজী সালাউদ্দিন লিখেছেন : চরম বাস্তবতা দারুণভাবে তুলে ধরেছেন কবিতায়। খুব ভালো লাগল কবিতাখানি।
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৩
294912
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
355101
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৫
হতভাগা লিখেছেন : এই নির্বাচনে বিএনপি-জামায়াত জিতলেও কোন ক্ষতি হবে না আওয়ামী লীগের কারণ, জিতার পর দিন থেকেই নেতাদের উপর মামলা দিয়ে হামলা করা হবে । উনারা দৌড়ের উপর থাকবেন ।

পরে পদ বাতিল হয়ে সেই লীগের লোকেরাই চেয়ারে বসবে ।

পর পর ৫ টি সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির লোকেরা যে জিতেছিল তারা এখন কেমন আছে ?
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৪
294913
শেখের পোলা লিখেছেন : জোর যার মুল্লুক তার৷ তবে লাঠিি চিরদিন এক হাতে থাকেনা৷ হাত বদল হয়৷ধন্যবাদ৷
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:১৪
294942
হতভাগা লিখেছেন : লাঠি হাতে থাকলেই শুধু হবে না , সেটার ব্যবহার জানতে হবে ভালমত । এ ব্যাপারে আওয়ামী লীগ সিদ্ধহস্ত ।
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৫৭
295044
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : অস্রের গুন্ডাবাহীনি কাছে থাকাতে কত ঢং বের হয় মুখ দিয়ে ! ক্ষনিক পরেই সেই ডান্ডা এমন ভাবে ব্যাবহার হবে ওরা কল্পনাও করতে পারবেনা
২৭ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:০২
295099
হতভাগা লিখেছেন : আওয়ামী লীগ চলে গেলেও ছাত্রলীগ ও যুবলীগ রয়ে যাবে , তারাই আবার মাস ছয়েকের মধ্যে ফিরিয়ে আনবে লীগকে ।
355103
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০১
কাব্যগাথা লিখেছেন : পৌরসভা নির্বাচনের ছড়া
----------------------
গণতন্ত্র গণতন্ত্র বলে ডাক পারি,
গণতন্ত্র গেল কোন জম বাড়ি ?
ভোটাধিকার চেয়ে চেয়ে কে কেঁদে যায়
ভোটাধিকার বলে আছে কিছু কি হায় ?
ভোট ভোট করে ঝুলায় গণতন্ত্রের মূলা
ভোট চোর, জোচ্চর চোখে দেয় ধুলা
ভোট হবে ,জোট হবে, হবে কত রঙ্গ
চুরি হবে জাল হবে, ভোট হবে শুরুতেই সাঙ্গ
হা টি হা টি পা পা গণতন্ত্র বারবার
গলা টিপে, টুটি চিপে মারবেই সরকার |
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৬
294914
শেখের পোলা লিখেছেন : আপনার কাব্যটিও বাস্তবতার কথাই বলে৷ ধন্যবাদ৷
355108
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৯
অনেক পথ বাকি লিখেছেন : হুম বাস্তবতা তাই বলে। আহা আগে কি সুন্দর দিন (নির্বাচনের দিনগুলি) কাটাইতাম
২৩ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
294915
শেখের পোলা লিখেছেন : আগের কথা হোকনা পাছে,ভাবুন এখন কেমন আছে৷ ধন্যবাদ৷
355123
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:১৯
আব্দুল গাফফার লিখেছেন : বাস্তবতার আলোকে সুন্দর ছড়া Good Luck Good Luck Good Luck অনেক ধন্যবাদ
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০১:৫১
294924
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ৷
355141
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:০৭
মুজাহিদ হোসাইন সজিব লিখেছেন : শতভাগ ফেয়ার নির্বাচন হবে, একটি লোকও মারা যাবে না, কারণ, কাউকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে না।
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৯
294980
শেখের পোলা লিখেছেন : এরই নাম ডিজিটাল গণতন্ত্র৷ এরই নাম স্বপ্নের চেতনা৷ এরই তরে হয়েছিল মুক্তিযুদ্ধ৷ কি সহজ পদ্ধতি৷
355150
২৪ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২৮
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : হো মো এরশাদ বলেছেন, নির্বাচন নাকি সকাল ৯টায় শেষ হয়ে যাবে! আর বিগত ৫ জানয়ারী/উপজেলা/সিটি নির্বাচনের অভিজ্ঞতা কিন্তু চোখে ভাসছে এখনও। ধন্যবাদ।
২৪ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০২
294981
শেখের পোলা লিখেছেন : অনেক এলাকায় শুরুর আগেই ভোট প্রদান শেষ হয়ে যাবে৷ এটিই সহজতম পদ্ধতি৷মুক্তি যুদ্ধের মহান সফলতা এখানেই৷
355217
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৫
আফরা লিখেছেন : একবার নির্বাচনের সময় দেশে থাকার ও নির্বাচন দেখার খুব ইচ্ছা । অনেক ধন্যবাদ চাচাজান ।
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ১২:৫৯
295002
শেখের পোলা লিখেছেন : না থাকাই ভাল৷ দেখবে যা তা শ্রেষ্ঠ প্রজাতির নিকৃষ্ট আচরণ৷ আর তা ক্ষমতা হাসিলের জন্য৷ শুভেচ্ছা নিও৷
355232
২৫ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৩৬
দ্য স্লেভ লিখেছেন : আখিরাতে দায়িত্বশীলদের সবথেকে বড় সর্বনাশ হবে। অধিনস্তরা ভালো না বললে ছাড়া হবেনা। স্বেচ্ছায় যারা সে সর্বনাশ কাধে নিতে আগ্রহী এবং কুফর বিধানের বাস্তবায়নের মাধ্যমে জাহান্নাম ক্রয়ে আগ্রহী, অত্যাচারের ক্ষেত্রে তারাই তো এগিয়ে যাবে...
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৪৭
295039
শেখের পোলা লিখেছেন : এই দায়িত্বশীল শুধুই কমিশনার, চেয়ারম্যান, এম পি,মন্ত্রীরাই নয়৷ আমরাও তার মধ্যে৷ কারণ আমি আমার পরিবার ও অধিনস্থদের দায়িত্বে আছি৷ ধন্যবাদ চাচাজানী৷
২৫ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:৫৭
295041
দ্য স্লেভ লিখেছেন : জি সত্য, রসূল(সাঃ)বলেছেন তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল....(পরিবারের পিতা,এমনকি প্রত্যেকেই কারো না কারো উপর কতৃত্বশীল) Happy
১০
355355
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ১২:০৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চলি হাওয়ায়ে নির্বাচনি!@
২৭ ডিসেম্বর ২০১৫ রাত ০৩:০৫
295091
শেখের পোলা লিখেছেন : বোধগম্য হলনা৷ চলি হাওয়ায়ে চুনাওয়াতি হলেও বুঝতাম৷ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File