%%%%// আমি এক ফেরি ওয়ালা \\%%%
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৬ ডিসেম্বর, ২০১৫, ১১:২১:১১ রাত
পেশায় আমি ফেরিওয়ালা, কাঁধে আমার ঝুলি,
কথায় আমার মধু মাখা, মিষ্টি আমার বুলি৷
পুঁজী আমার নেহাত খেলো, তেমন কিছু নাই,
সেই জিনিষই ফেরি করি, মাগনা যাহা পাই৷
আলোয় ভরা দিনকে বেচি, আঁধার ভরা রাত,
দেশ বিদেশের অর্ডার ধরি, লম্বা আমার হাত৷
পদ্মা নদীর পানি বেচি, শহর খেতো বানে,
সস্তাদামেই সড়ক বেচি, সব খরিদার জানে৷
জনগনের আরাম বেচি, পাচার করি সুখ,
ঝোলাতে মোর সবই আছে, নাইকো শুধু দুখ৷
মানবতার বেসাত করি, দেশ বিদেশে ঘুরে,
বিনা দামে বিকিয়ে গেছে, কিছুই নাহি ঘরে৷
দেশের হাটে স্বপ্ন বেচি, মিশিয়ে চেতনাতে৷
দোকান খানা খোলা থাকে, দিনে কিংবা রাতে৷
আলো বেচি বাতাস বেচি, আঁধার বেচি ধরে,
যতন করে ছায়া বেচি, কাঁটায় ওজন করে৷
স্যাম্পল সব সাথেই থাকে যখন যেথা যাই,
ফ্রেঞ্চাইজে ব্যবসা দেব, গ্রাহক যদি পাই,
বিষয়: বিবিধ
১৫০৯ বার পঠিত, ৩৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনাকে অনেক ধন্যবাদ,বাজান৷
ঝগড়া করা ভালো না!!
আসেন আমি ভাগ করে দেই-
তবে "বানরের পিঠাভাগ হবেনা"- )
এমন গ্যারান্টী দিতে পারবোনা!!
আমার দুষ্ট মামনীটার জন্য অনেক শুভেচ্ছা৷
যতন করে ছায়া বেচি, কাঁটায় ওজন করে
—কিন্তু এসব বেচেন কি করে!
ভালো লাগলো
মন্তব্য করতে লগইন করুন