&&& // রুহ বনাম নফস \\ &&&
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৮ নভেম্বর, ২০১৫, ০৮:৫১:০০ রাত
আসমান হতে এসেছ ‘রুহ’, নফস জমীন হতে,
উভয়ে রয়েছে তোমার ভিতরে, পাশাপাশি কোন মতে৷
রুহ চায় তোরে টানিয়া তুলিতে, আরশের বাগিচায়৷
নফস তোমার চায়নাকো তাহা, মেলে ধরে অন্তরায়৷
রুহ জানে যা করণীয় তার, ওয়াদা রয়েছে মনে৷
দুনিয়ার মোহে নফস মোহীত, আর কিছু নাহি জানে৷
কলেমা নামাজ জাকাত রোজা তাবলীগ জেহাদ যত,
রুহের চাহিদা মেটাবে আর হবে রসুলের অনুগত৷
দুনিয়ার মোহ ভোলাবে তোমায়, রবে পথিকের বেশে,
মেয়াদ ফুরালে অনন্ত জীবন, জান্নাত রয়েছে শেষে৷
নফস তোমার চির দুশমন, চিনিয়া রাখিবে তারে,
আপনার মাঝে যতন করিয়া, সাজায়ে রেখেছ যারে৷
শয়তান দেয় কু মন্ত্রনা তারে, পার্থিব জীবন লয়ে,
ধন-সম্পদ যশ ও জৌলুসে, রহিতে বিভোর হয়ে৷
মেয়াদ ফুরালে ফিরে যেতে হবে, হিসাবের খাতা সাথে,
‘বদী’র ওজন ভারী যদি হয়, শূণ্য বাঁচিবে তাতে৷
দোযখ অনলে অনন্ত জীবন, নাই কোন পরিত্রান,
সময় রয়েছে এখনো ফেরার, হয়ে যাও সাবধান৷
বিষয়: বিবিধ
১৭৯১ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
আমরা সত্যিই অলসতায় ডুবে আছি, আল্লাহ তায়ালা রাহমান একথায় ভুলে গেছি জাহান্নামের কথা।
সুন্দর পোষ্টটির জন্য শুকরিয়া। জাযাকাল্লাহ খাইর
কবিতার আকারে ইসলামের অলংকার পেশ করলেন আল্লাহ আপনাকে অনেক বেশি যাযা দিক
কবিতা খুব সুন্দর হয়েছে অনেক ধন্যবাদ চাচাজান ।
মন্তব্য করতে লগইন করুন