৷== [][][][]% 'আনকালচার্ড'%[][][][]==৷
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:৪৩:৪৭ রাত
সোনালী ধানের আঁটিতে ভরা
কৃষকের আঙ্গিনা আজ,
কৃষানীর মুখে ধরেনা হাঁসি,
বেড়েছে অনেক কাজ৷
মলন চালাবে ঝাড়িবে গোছাবে,
মোড়ায় ভরিবে তবে,
খরায় কেটেছে গত সন তার,
এ সনে ঘরে ভাত রবে৷
পরণের কাপড় ছিঁড়েছে সবার,
শীতের কাপড়ও চাই,
কষ্ট হলেও ধান বেচা ছাড়া,
আরতো উপায় নাই৷
এমন সময় এল মহাজন,
দুয়ারে উঠিল ডাকি,
দাদনের ধান নেবার এসেছি,
ছলিমদ্দীন আছ নাকি?
বারো আনা ধান মহাজনে নিল,
অভাবে দাদন ছেড়ে,
সন বছরের মুখের আহার,
অভাবে নিল যে কেড়ে৷
অভাব যাদের সাথী চিরদিন,
স্বপন সাজে কি তার?
স্বপনই তাদের যোগায় আশা,
যদিও ভাঙ্গে বার বার৷
কৃষকের শ্রম কৃষাণীর স্বপ্ন
হল ভেঙ্গে খান খান,
সভ্য সমাজে ঠাঁই নাই তবু
এরাই দেশের প্রাণ৷
অন্যের টেবিলে আহার সাজায়,
নিজেরা অভুক্ত রয়ে,
যুগ যুগ ধরে বেঁচে রয় এরা,
আন ‘কালচারড’ হয়ে৷
বিষয়: বিবিধ
১২১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ পড়ে ভাল লাগলো।
খুব সুন্দর করে সাজিয়েছেন ছড়াটি!
জাযাকাল্লাহ খাইর!
না বলা কথা এর মতো আরেকটি সিরিজ বের করতে পারেন আপনার দেখা স্বদেশ বা প্রবাস!
'গেরাইম্যা আন কালচার্ড' এই সব মহান মানুষদের কারণেই কালচার্ডওয়ালারা জিন্দা আছে এখনো বলা যায়!
সুন্দর ছন্দ-ছড়া উপস্হাপনায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ!
যাদের সারাটা জীবন জুড়েই "কালচার"এর সংগ্রাম তারাই হয় "আনকালচার্ড"!!!
আর যারা নিজেদের "কালচার্ড" দাবী করে তারা সম্ভবতঃ "কালচার"এর সংজ্ঞাও ঠিকমত বলতে পারবেনা!!
দাদনের জুলুমের বিচারের সময় স্বচ্ছল মুসলমানের পার পাওয়া কঠিন হবে!!
কালর্চাডদের যোগায় পেটে ভাত!...
অসাধারণ লেখনি। ধন্যবাদ...
হায়রে অভাগা দেশ
তোর অপশাসনে কৃষকচাষীর
স্বপ্নের হল শেষ ।
মন্তব্য করতে লগইন করুন