৷== [][][][]% 'আনকালচার্ড'%[][][][]==৷

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৯ নভেম্বর, ২০১৫, ০৯:৪৩:৪৭ রাত

সোনালী ধানের আঁটিতে ভরা

কৃষকের আঙ্গিনা আজ,

কৃষানীর মুখে ধরেনা হাঁসি,

বেড়েছে অনেক কাজ৷

মলন চালাবে ঝাড়িবে গোছাবে,

মোড়ায় ভরিবে তবে,

খরায় কেটেছে গত সন তার,

এ সনে ঘরে ভাত রবে৷

পরণের কাপড় ছিঁড়েছে সবার,

শীতের কাপড়ও চাই,

কষ্ট হলেও ধান বেচা ছাড়া,

আরতো উপায় নাই৷

এমন সময় এল মহাজন,

দুয়ারে উঠিল ডাকি,

দাদনের ধান নেবার এসেছি,

ছলিমদ্দীন আছ নাকি?

বারো আনা ধান মহাজনে নিল,

অভাবে দাদন ছেড়ে,

সন বছরের মুখের আহার,

অভাবে নিল যে কেড়ে৷

অভাব যাদের সাথী চিরদিন,

স্বপন সাজে কি তার?

স্বপনই তাদের যোগায় আশা,

যদিও ভাঙ্গে বার বার৷

কৃষকের শ্রম কৃষাণীর স্বপ্ন

হল ভেঙ্গে খান খান,

সভ্য সমাজে ঠাঁই নাই তবু

এরাই দেশের প্রাণ৷

অন্যের টেবিলে আহার সাজায়,

নিজেরা অভুক্ত রয়ে,

যুগ যুগ ধরে বেঁচে রয় এরা,

আন ‘কালচারড’ হয়ে৷

বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

349133
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৪৯
মোঃজুলফিকার আলী লিখেছেন : তবুও আকাংখায় কাঁটে বারমাস... তৃপ্তির ঢেকুর তুলে।
ধন্যবাদ পড়ে ভাল লাগলো।
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:১৩
289779
শেখের পোলা লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ৷
349139
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:১২
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : এখনো কি জমিদাররা আছে? কৃষকরা তাদের অধিকার ফিরে পাক। সুন্দর কবিতা
১০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৬
289797
শেখের পোলা লিখেছেন : জমিদাররা নাই কিন্তু মহাজনরা আজও আছে, যারা অভাবের সুযোগ নিয়ে ফষলের অর্ধেক দামে ফষল বোনার সময় অগ্রিম বা দাদন দেয়৷ প্রান্তিক চাষী সেই দেনা শোধ করতে গিয়ে ফতুর হয়ে যায়৷ চাষীর নিজের মিনিমাম চাহিদাও পূরণ হয়না৷সেটাই বোঝাতে চেষ্টা করেছি৷ধন্যবাদ৷
349142
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৩১
আবু জান্নাত লিখেছেন : আগের সেই আমেজ আর উৎসব বিলুপ্ত হতে চলছে।
১০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৭
289798
শেখের পোলা লিখেছেন : আমেজ উৎসব প্রান্তিক চাষীর জন্য নয়৷যা আছে তা বড় লোকদের৷ধন্যবাদ৷
349149
০৯ নভেম্বর ২০১৫ রাত ১০:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আগে ছিল জমিদার-মহাজন এখন নেতা!
১০ নভেম্বর ২০১৫ রাত ১২:০৯
289799
শেখের পোলা লিখেছেন : মহাজন এখনও আছে৷সুযোগ পেলেই মানুষেরক্ত চোঁসে৷ধন্যবাদ৷
349165
১০ নভেম্বর ২০১৫ রাত ১২:৪০
এটোম বোম লিখেছেন : আসসালা মুআলাইকুম ওয়া রাহমাতিল্লাহি...ভালো লাগলো ধন্যবাদ(নতুন মুখ)
১০ নভেম্বর ২০১৫ রাত ০২:৫১
289826
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুসসালাম৷ অচেনা হলেও সহমতে ধন্যবাদ৷সাথে থাকার অনুরোধ রইল৷
349176
১০ নভেম্বর ২০১৫ রাত ০২:৫৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআ'লাইকুম ওয়ারহমাতুল্লাহ।

খুব সুন্দর করে সাজিয়েছেন ছড়াটি!

জাযাকাল্লাহ খাইর!

Good Luck Thumbs Up Angel Praying

না বলা কথা এর মতো আরেকটি সিরিজ বের করতে পারেন আপনার দেখা স্বদেশ বা প্রবাস! Day Dreaming
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৫:১৯
289837
শেখের পোলা লিখেছেন : অআলায় কুমুস সালাম৷ আপনার পরামর্শ মনে থাকবে৷চেষ্টা করব ইনশাআল্লাহ৷ ধন্যবাদ আপা৷
349181
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:১৪
কাহাফ লিখেছেন :
'গেরাইম্যা আন কালচার্ড' এই সব মহান মানুষদের কারণেই কালচার্ডওয়ালারা জিন্দা আছে এখনো বলা যায়!
সুন্দর ছন্দ-ছড়া উপস্হাপনায় ধন্যবাদ ও জাযাকাল্লাহ!
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৫:২৭
289838
শেখের পোলা লিখেছেন : বড় বড় ক্রুইজ বা বিরাট টাইটানিক জাহাজের চাকচিক্য কারুকার্য্য আমরা দেখেছি কিন্তু জাহাজের একেবারে ইঞ্জিনরুমে কিছু লোক থাকে যারা জাহাজের গতি দিয়েছিল তাদের আমরা কেউ দেখিনি৷ এই গ্রাম্য আনকাল্চার্ড চাষী গুলো দেশ নামক জাহাজটির গতি বজায় রাখে৷ ভদ্র সমাজ তাদের খবর রাখেনা বরং অসভ্য মুর্খ বলে হেয় করে৷ তাদেরই সামান্য তুলে ধরার চেষ্টা করেছি৷ মন্তব্যের জন্য ধন্যবাদ৷
349186
১০ নভেম্বর ২০১৫ রাত ০৪:৩১
দ্য স্লেভ লিখেছেন : আমিও কৃষক,তবে দাদনের মধ্যে নেই। পুটির মাকে নিয়ে সুখেই থাকি। Happy
১০ নভেম্বর ২০১৫ সকাল ০৫:২৮
289839
শেখের পোলা লিখেছেন : গরীব প্রান্তিক কৃষকরাই এর শিকার হয়৷ আমিও এক সময় হয়েছি৷ ধন্যবাদ
349213
১০ নভেম্বর ২০১৫ সকাল ১১:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


যাদের সারাটা জীবন জুড়েই "কালচার"এর সংগ্রাম তারাই হয় "আনকালচার্ড"!!!

আর যারা নিজেদের "কালচার্ড" দাবী করে তারা সম্ভবতঃ "কালচার"এর সংজ্ঞাও ঠিকমত বলতে পারবেনা!!

দাদনের জুলুমের বিচারের সময় স্বচ্ছল মুসলমানের পার পাওয়া কঠিন হবে!!

১০ নভেম্বর ২০১৫ রাত ০৮:১৮
289892
শেখের পোলা লিখেছেন : আপনার মন্তব্যে উৎসাহ পেলাম৷আমি ওদেরই দলে, তাই ওদের চিন্তা করি৷ ধন্যবাদ৷
১০
349242
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : সুখ দুঃখের কথাগুলোকে কত না সুন্দর করে সাজিয়েছেন।
১১
349244
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০২:১৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : এরা আনকালচার্ড?
কালর্চাডদের যোগায় পেটে ভাত!...

অসাধারণ লেখনি। ধন্যবাদ...
১০ নভেম্বর ২০১৫ রাত ০৮:২১
289894
শেখের পোলা লিখেছেন : ছোটবেলায় মেথরদের নিয়ে একটা কবিতা পড়েছিলাম৷ তাতে বলা হয়েছিল,-'কে বলে তোমায় অস্পৃস্য অশূচী,শূচীতা ফিরিছে সদা তোমর পিছু৷'আপনাকে ধন্যবাদ৷
১২
349250
১০ নভেম্বর ২০১৫ দুপুর ০৩:২৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন :
হায়রে অভাগা দেশ
তোর অপশাসনে কৃষকচাষীর
স্বপ্নের হল শেষ ।
১০ নভেম্বর ২০১৫ রাত ০৮:২৩
289895
শেখের পোলা লিখেছেন : বাহাদূর ভাই জিন্দাবাদ৷ ধন্যবাদ৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File