়়়়়়়//" চিত্রকর"//়়়়়়়

লিখেছেন লিখেছেন শেখের পোলা ২৫ অক্টোবর, ২০১৫, ০৮:৫২:১৬ রাত



“চিত্রকর”

হে মহা শিল্পী, ওহে কারিগর,

এ কোন যাদুই তুলির আঁচড়৷

রহস্যে ভরা চিত্রকর্ম তোমার।

চক্ষু দিয়েছ দেখার তরে,

দেখিয়া চলেছি নয়ন ভোরে,

কিবা অপরূপ প্রকৃতি তোমার।

ঘণ পল্লব জঙ্গল ও বনে,

আসন্ন শীতের আগমনে,

নয়ন জুড়ানো রংএর বাহার৷

ঘুরাবে আবার কালের চাকা,

সকলই পড়িবে তুষারে ঢাঁকা,

গুল্ম বৃক্ষ হইবে মৃতের সমান৷

সোনার কাঠির ছোঁয়ায় আবার,

চেতনা ফিরিয়া আসিবে সবার,

প্রকৃতি পরিবে সবুজ পিরান৷

কে বুঝিতে পারে তোমার লীলা,

এত নয় শুধু নিছক খেলা,

ঘোষিছে তোমার ‘ওযুদ’ বয়ান৷

তো্মারে চিনিতে হইও সহায়,

স্মরণে থাকিও সকল সময়,

তুমিই মালিক সর্বশক্তিমান৷

(অনুরোধ;-বিজ্ঞ ও অভিজ্ঞ শুভাকাঙ্খিগনের কাছে সবিনয়ে অনুরোধ,-পোষ্টে কিভাবে ফটো সংযোজন করা হয় তা জানালে কৃতজ্ঞ থাকব৷ বলতে লজ্জা নাই যে, ল্যাপটপ ওপেন, লেখা আর পড়া ছাড়া আমার আর কিছুই জানা নাই৷ তাই এর পরি ভাষাও বুঝিনাা৷ উদেশ এক জন বোকা আনাড়ী লোকের বোঝার উপযুক্ত করে দিলেই আমার জন্য সহজ হবে৷ ধন্যবাদ মায়াসসালাম)

বিষয়: বিবিধ

১৩১২ বার পঠিত, ১৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

347187
২৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Rose Rose Rose Rose Rose
ভাষা যেখানে মুর্ত সেখানে ছবির দরকার নাই।
২৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৫
288309
শেখের পোলা লিখেছেন : জানাকে জানতে চাওয়া মানুষের আদীম প্রবৃত্তি৷মানুষের সারা জীবনটাইতো শিক্ষাজীবন৷ বঞ্চিত করবেন কেন ওস্তাদজী৷ ধন্যবাদ উপস্থিতির জন্য৷
347189
২৫ অক্টোবর ২০১৫ রাত ০৯:১৩
আবু জান্নাত লিখেছেন : যেই ফটো বা পিকচারটি আপলোড করতে চান, তা কম্পিউটারের ডেক্সটপে সেভ করে রাখূন। অঃপর ব্লগের এই আইকনটিতে ক্লিক করুন।



অতঃপর আপলোড ফাইলে এ ক্লিক করুন।



প্রয়োজনীয় পিকচারটি সিলেক্ট করে ওপেন এ ক্লিক করুন।



তারপর পিকচারপির উপর ক্লিক করুন। ব্যস হয়ে গেল। এখন স্ক্রিনে একটি লিংক দেখতে পাবেন। যখন প্রকাশ করবেন, তখন পিকচারটি দেখতে পাবেন।


সুন্দর কবিতাটির জন্য শুকরিয়া।

২৫ অক্টোবর ২০১৫ রাত ১০:৪৮
288310
শেখের পোলা লিখেছেন : আপনাকে অশেষ ধন্যবাদ৷ আশাকরি পারব৷ এখন সময় নেই,সময়মত আপনার ফরমূলা মত ট্রাই করব ইনশাআল্লাহ৷ ধন্যবাদ৷
347203
২৬ অক্টোবর ২০১৫ রাত ০২:৩৫
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম।

চমৎকার উপলব্ধি! আরো সুন্দর লিখুন শুভকামনা রইলো!
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৩
288353
শেখের পোলা লিখেছেন : অআলায়কুমুস সালাম অরহমাতুল্লাহ৷ সকলের শুভকামনাই আমার পাথেয়৷ ধন্যবাদ৷
347232
২৬ অক্টোবর ২০১৫ দুপুর ০২:৫৬
নাবিক লিখেছেন :
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৪
288354
শেখের পোলা লিখেছেন : কলা না থামস আপ বুঝব কেমন করে? যাইহোক ধন্যবাদ অবশ্যই৷
347256
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৬
আফরা লিখেছেন : অনেক সুন্দর কবিতা ধন্যবাদ চাচাজান ।
২৬ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:৫৮
288355
শেখের পোলা লিখেছেন : ভাল থাক৷ শুভেচ্ছা নিও৷
347342
২৭ অক্টোবর ২০১৫ সকাল ১১:১৮
দ্য স্লেভ লিখেছেন : নাহ,, চাচা ভাই সেকেলে লোকই থেকে গেল....
২৭ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৭
288484
শেখের পোলা লিখেছেন : ময়ূরের পুচ্ছ লাগিয়ে ময়ূর সাজা কি উচিৎ ভাতিজা?কাকের কাক হয়ে থাকাই ভাল৷শুকরিয়া৷
২৭ অক্টোবর ২০১৫ রাত ১০:০৬
288498
দ্য স্লেভ লিখেছেন : সমস্যা নাই....জান্নাতে মোবাইল ছাড়াই যোগাযোগ করা যায়। তখন পৃথিবীর টেকনোলজীকে মনে হবে ...আহা এত প্রচীন হওয়াও সম্ভব ছিল !!Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor উপরের মন্তব্য মজা করে করেছি। আপনি কাক এবং মযূরেরও উপরে...Happy Happy Happy Happy
347536
২৮ অক্টোবর ২০১৫ দুপুর ০১:২২
মোহাম্মদ লোকমান লিখেছেন : খুবই সুন্দর হয়েছে, অনেক ধন্যবাদ।
২৮ অক্টোবর ২০১৫ রাত ০৮:৪৩
288586
শেখের পোলা লিখেছেন : আপনাকেও অশেষ ধন্যবাদ৷ভাল থাকেন৷
349119
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:০৯
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : দারুণ কবিতা। কিন্তু এতোদিন পরে আপনি ছবি আপলোড শিখতেছেন...
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:২২
289762
শেখের পোলা লিখেছেন : সত্যি বলতেকি নাম লিখতে কলম ভাঙ্গে,তার হাতে ল্যাপটপ৷ এতটুকুই যার জন্য বিষ্ময় ৬৬বছর বয়সে সে ফটো আপলোড করা শিখবে নাতো কবে শিখবে? ধন্যবাদ মন্তব্যের জন্য৷
০৯ নভেম্বর ২০১৫ রাত ০৯:৫১
289773
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ৬৬ বছর? আপনি তো আমার আব্বুর চেয়েও বড় হবেন। আপনাকে আজ থেকে দাদু ডাকতে হবে। সময়ের সাথে সাথে বদলাতে হবে। আধুনিক যন্ত্রগুলোর ব্যবহার শিখতে হবে। এরাই তো আধুনিক। শুভ কামনা দাদুর জন্য

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File