******* পাটনি ****** ******* ******
লিখেছেন লিখেছেন শেখের পোলা ২০ অক্টোবর, ২০১৫, ০৫:১৪:২২ সকাল
হাত পেতেছি পাবার আশে,
পাওনাতো নেই মোটে,
নিরাশ তবু হইনি প্রভু,
করুনা যদি জোটে৷
কিশোর বেলা পার করেছি
তোমার ইলেম বিনা,
যৌবন মোর পার হয়েছে
হয়নি তোমায় চেনা৷
পদ পদবী, অর্থ সম্পদ,
সংসার স্বজন নিয়ে,
জানিনা কবে সন্ধ্যা নেমেছে,
মেঘের আড়াল দিয়ে৷
পারানি আমার সঞ্চয়ে নেই
কেমনে যাইব পারে?
তুমি ছাড়া আর পাটনী,
আমার কে আছে সংসারে!
রহমান ও রাহীম তুমি,
দ্বীন দুনিয়ার স্বামী,
অপার করুনা তোমার
বরষে দিবস যামী৷
নিরাশ মোরে করোনা প্রভু
পারানির কড়ি দানে,
সম্বল কিবা গাঁঠরীতে আছে,
তুমি বিনে কেবা জানে৷
বিষয়: বিবিধ
১২৫০ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'তুমি মাফ করে দাও প্রভূ!
আমার এ হৃদয় পাপে-তাপে ভরা,
ক্ষমা তুমি কর প্রভূ!'
দিন কাটিয়ে হেলাফেলায়
সব হারিয়ে সন্ধ্যা বেলায়
কেমন করে করবি রে তুই
পারের আয়োজন-
ওরে দ্যাখ ভেবে তুই মন!!!
জাজাকাল্লাহ খাইরান চাচাজান ।
কবিতা পড়েই বোঝা যায় হৃদয়ের অনেক গহীন থেকে লিখেন আপনি- চমৎকার মেসেজ সম্বলিত কবিতা অনেক ভালো লাগলো!
আল্লাহ আমাদের সবাইকে ইসলামের পথে চলা সহজ করে দিন! আমিন
মন্তব্য করতে লগইন করুন