%%% রোমন্থন%%%
লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:২৫:৩৬ সকাল
জীবন সায়ান্যে এসে মনেপড়ে আজ সেইসে কিশোর বেলা,
কত হৈ চৈ বন্ধুরা মিলে সারাদিন কতনা করেছি খেলা৷
ডাংগুলি আর লাটিম লাটাই ছিল বড় পিয়ারের ধন,
শাশন ছিল মাথার উপর তবুও পড়ায় বসিতনা মন৷
দুপুরের রোদে অভিযান হত কোথা আছে শালিকের আস্তানা,
কোথায় রয়েছ ডিম, সদ্য ফুটেছে ছানা, সব হয়েযেত জানা৷
বাঁশের খাঁচা তৈরী হয়েছে, ছাতার কাপড়ে হয়েছে ঢাঁকা,
ফাঁকি দিয়ে গেছে শালিকের ছানা, বাসা পড়ে আছে ফাঁকা৷
কাঁচা বেল চাই ঘুড্ডি বানাতে, অভাব হয়নি কখনও তার,
কাঁচের গুঁড়ার মাঞ্জা দিয়েছি, হয়না যেন ওপাড়ার সাথে হার৷
লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,
চৈতী খরা মায়ের বাধা ফাঁকি দিতে কখনও হয়নি দেরী।
পথের দুপাশে সরকারী গাছে কেবল বেঁধেছে আমের গুটি,
খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷
জীবনের গোধুলিতে বসি ভাবি একা সেদিনের কথা গুলি,
কোথাসে দুরন্ত কিশোরেরা আজ সকলেকি গিয়াছে চলি!
বিষয়: বিবিধ
১৩৬০ বার পঠিত, ২৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এক ঝটকায় শৈশবে ফিরিয়ে নিয়ে গেলেন ভাইয়া, অনেক ধন্যবাদ।।
ফাঁকি দিয়ে গেছে শালিকের ছানা, বাসা পড়ে আছে ফাঁকা৷
কাঁচা বেল চাই ঘুড্ডি বানাতে, অভাব হয়নি কখনও তার,
কাঁচের গুঁড়ার মাঞ্জা দিয়েছি, হয়না যেন ওপাড়ার সাথে হার৷
লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,
চৈতী খরা মায়ের বাধা ফাঁকি দিতে কখনও হয়নি দেরী।
পথের দুপাশে সরকারী গাছে কেবল বেঁধেছে আমের গুটি,
খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷
জীবনের গোধুলিতে বসি ভাবি একা সেদিনের কথা গুলি,
কোথাসে দুরন্ত কিশোরেরা আজ সকলেকি গিয়াছে চল...।
আল্লাহ আপনাকে রহম করুন, লিখায় আরো গতিময়তা দিন এই দোয়া করি। আপনার এই কবিতা পড়ার সময়ে আমিও কিছুক্ষণের জন্য ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম! আপনার এই সুন্দর, নান্দনিক ও সাংস্কৃতি সম্বৃদ্ধ কবিতা আমার অনেক ভাল লেগেছে। অনেক ধন্যবাদ
ভালে ছিনলো মুঝসে মেরি জওয়ানি।
মাগার মুঝকো লওটাদো বছপন কা শাওন,
ও কাগজ কি কাশতি ও বারিষ কা পানি।
সবকুছ ছোড় চলুঁ বাচপান কি রাহে৷
শুকরিয়া জনাব৷
আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন! আমীন!
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হে মুহতারাম!
চমৎকার কাব্যিকতায় সোনালী শৈশবে নিয়ে গেলেন এক ঝটকায়!
ফেলে আসা সেই সব দিন গুলো আসলেই কতনা মজার ছিল!
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা-ই ওয়া ইয়্যানা,আমিন!
লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,
......
খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷
শুধু ঐ ঝিনুকের ছুরি হাদিয়া দিয়েই বন্ধুত্ব ও আম- দুটো-ই পেয়েছি অনেক!!
অতীত রোমন্থনের সুযোগ যদি না থাকতো তবে বয়স্ক মানুষেরা খুব দ্রুতই মারা পড়তেন মনে হয়!!
**
আপনি যে নামেই ডাকুন, আমরা ওটাকে "ঝিনাই-র চাকু" বলতাম!!
মন্তব্য করতে লগইন করুন