%%% রোমন্থন%%%

লিখেছেন লিখেছেন শেখের পোলা ০৮ অক্টোবর, ২০১৫, ০৮:২৫:৩৬ সকাল

জীবন সায়ান্যে এসে মনেপড়ে আজ সেইসে কিশোর বেলা,

কত হৈ চৈ বন্ধুরা মিলে সারাদিন কতনা করেছি খেলা৷

ডাংগুলি আর লাটিম লাটাই ছিল বড় পিয়ারের ধন,

শাশন ছিল মাথার উপর তবুও পড়ায় বসিতনা মন৷

দুপুরের রোদে অভিযান হত কোথা আছে শালিকের আস্তানা,

কোথায় রয়েছ ডিম, সদ্য ফুটেছে ছানা, সব হয়েযেত জানা৷

বাঁশের খাঁচা তৈরী হয়েছে, ছাতার কাপড়ে হয়েছে ঢাঁকা,

ফাঁকি দিয়ে গেছে শালিকের ছানা, বাসা পড়ে আছে ফাঁকা৷

কাঁচা বেল চাই ঘুড্ডি বানাতে, অভাব হয়নি কখনও তার,

কাঁচের গুঁড়ার মাঞ্জা দিয়েছি, হয়না যেন ওপাড়ার সাথে হার৷

লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,

চৈতী খরা মায়ের বাধা ফাঁকি দিতে কখনও হয়নি দেরী।

পথের দুপাশে সরকারী গাছে কেবল বেঁধেছে আমের গুটি,

খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷

জীবনের গোধুলিতে বসি ভাবি একা সেদিনের কথা গুলি,

কোথাসে দুরন্ত কিশোরেরা আজ সকলেকি গিয়াছে চলি!

বিষয়: বিবিধ

১৩২৫ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

345000
০৮ অক্টোবর ২০১৫ সকাল ১০:৫২
অনেক পথ বাকি লিখেছেন : দিলেন তো মনটাকে নষ্টালজিক করে। এসব নিয়ে আমি ভাবতে চাই না। অতীত যেটা চলে গেছে যাক।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৫
286301
শেখের পোলা লিখেছেন : আপনারাইতো বলেন, অতীত থেকে শিক্ষা নিতে হয়।। স্যরি ভাই৷ ধন্যবাদ অতীত মনে করার জন্য৷
345008
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৩৩
নাবিক লিখেছেন : কী রঙ্গিনই না ছিলো শৈশবের দিনগুলি...

এক ঝটকায় শৈশবে ফিরিয়ে নিয়ে গেলেন ভাইয়া, অনেক ধন্যবাদ।।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৪৮
286302
শেখের পোলা লিখেছেন : এই পারার মাঝেই সেই বন্ধনকে হাঁতড়ে বেড়াই৷ ধন্যবাদ৷
345012
০৮ অক্টোবর ২০১৫ দুপুর ১২:৫৭
নজরুল ইসলাম টিপু লিখেছেন : বাঁশের খাঁচা তৈরী হয়েছে, ছাতার কাপড়ে হয়েছে ঢাঁকা,
ফাঁকি দিয়ে গেছে শালিকের ছানা, বাসা পড়ে আছে ফাঁকা৷
কাঁচা বেল চাই ঘুড্ডি বানাতে, অভাব হয়নি কখনও তার,
কাঁচের গুঁড়ার মাঞ্জা দিয়েছি, হয়না যেন ওপাড়ার সাথে হার৷
লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,
চৈতী খরা মায়ের বাধা ফাঁকি দিতে কখনও হয়নি দেরী।
পথের দুপাশে সরকারী গাছে কেবল বেঁধেছে আমের গুটি,
খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷
জীবনের গোধুলিতে বসি ভাবি একা সেদিনের কথা গুলি,
কোথাসে দুরন্ত কিশোরেরা আজ সকলেকি গিয়াছে চল...।


আল্লাহ আপনাকে রহম করুন, লিখায় আরো গতিময়তা দিন এই দোয়া করি। আপনার এই কবিতা পড়ার সময়ে আমিও কিছুক্ষণের জন্য ছোটবেলার সেই দিনগুলোতে ফিরে গিয়েছিলাম! আপনার এই সুন্দর, নান্দনিক ও সাংস্কৃতি সম্বৃদ্ধ কবিতা আমার অনেক ভাল লেগেছে। অনেক ধন্যবাদ
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫০
286303
শেখের পোলা লিখেছেন : আপনার ভাল লাগায় সত্যই আশান্বিত হলাম৷ আপনাদের উপস্থিতি উৎসাহ যোগায়৷ ধন্যবাদ৷
345052
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৬:২২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইয়ে দওলত ভি লেলো শহরত ভি লেলো
ভালে ছিনলো মুঝসে মেরি জওয়ানি।
মাগার মুঝকো লওটাদো বছপন কা শাওন,
ও কাগজ কি কাশতি ও বারিষ কা পানি।
০৮ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
286304
শেখের পোলা লিখেছেন : মুঝে ভি মনজুর হ্যায় গার খুদা চাহে,
সবকুছ ছোড় চলুঁ বাচপান কি রাহে৷
শুকরিয়া জনাব৷
345094
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:০২
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। একেবারে কবি জসিমউদ্দিন এর লিখাট স্বাদ পেলাম! অনেক চমৎকার স্মৃতিময় রোমন্হন! খুব খুব ভালো লাগলো!

আল্লাহ আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন! আমীন!
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:০৮
286344
শেখের পোলা লিখেছেন : অআলাইকুমুসসালাম অরহমাতুল্লাহে। আমিন। কিযে বলেন আপা! কোথায় লিয়াকত আলি আর কোথায় জুতার কালী৷
০৯ অক্টোবর ২০১৫ রাত ০২:১৩
286345
সাদিয়া মুকিম লিখেছেন : আপনার লিখায় অনেক দরদ এবং আন্তরিকতা থাকে। আমাদের পড়ে ভালো লাগে বলেই তো তা প্রকাশ করি! তাই বলে নিজেকে আপনি তুচ্ছজ্ঞান করবেন না! আল্লাহ আপনাকে উত্তোরত্তর আরো মেধা এবং বারাকাহ দান করুণ! Praying
345123
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৪:৪০
কাহাফ লিখেছেন :
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ হে মুহতারাম!
চমৎকার কাব্যিকতায় সোনালী শৈশবে নিয়ে গেলেন এক ঝটকায়!
ফেলে আসা সেই সব দিন গুলো আসলেই কতনা মজার ছিল!
জাযাকুমুল্লাহু আহসানাল জাযা-ই ওয়া ইয়্যানা,আমিন!
০৯ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
286407
শেখের পোলা লিখেছেন : অ আলইকুমুস সালাম অরহমাতুল্লাহ,ভাবতাম শুধু আমিই এমন ছিলাম, এখন দেখি অনেকেই আছে আমার মত৷ধন্যবাদ৷
345184
০৯ অক্টোবর ২০১৫ রাত ০৮:২৮
আফরা লিখেছেন : কবিতা অনেক ভাল লেগেছে । আপনারা ছোট বেলায় কত কি করেছেন চাচাজান জেনে ভাল লাগল । অনেক ধন্যবাদ চাচাজান ।
১০ অক্টোবর ২০১৫ রাত ০৪:০৪
286452
শেখের পোলা লিখেছেন : জীবনের পড়ন্ত বেলায় এ সব বায়স্কোপের মত দেখতে পাই৷ ভাল থাকো
345226
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:০৪
বৃত্তের বাইরে লিখেছেন : খুব ভাল লাগলো আপনার প্রিয় শৈশব। কাঁচের গুঁড়ার মাঞ্জা এই কথাটার অর্থ কি?
১০ অক্টোবর ২০১৫ রাত ০৪:০৮
286453
শেখের পোলা লিখেছেন : ঘুড়ীতে ঘুড়ীতে লড়াই হত। কে কারটা কাটতে পারে। তাই সুতাকে মজবুত আর ধারালো করতে বিভিন্ন কায়দায় সুতায় পালিশ করা হত৷ সেই কাজে কাঁচ গুড়িয়ে মিহীন করে ব্যবহার হত৷ ধন্যবাদ৷
345231
১০ অক্টোবর ২০১৫ রাত ০৩:২০
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। চমৎকার চমৎকার....। স্মৃতিচারণটি খুবই ভালো লেগেছে ছন্দে ছন্দে। ধন্যবাদ।
১০ অক্টোবর ২০১৫ রাত ০৪:০৯
286454
শেখের পোলা লিখেছেন : অ আলায়কুমুস সালাম৷ আপনার মন্তব্যে উৎসাহ বেড়ে গেল৷ধন্যবাদ৷
১০
345294
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৭:৪০
প্যারিস থেকে আমি লিখেছেন : ক্ষনিকের জন্য শৈশবে ফিরে গেলাম।
১১ অক্টোবর ২০১৫ সকাল ০৯:০৭
286509
শেখের পোলা লিখেছেন : আনন্দ না দুঃখ পেলেন? ভাল থাকেন ধন্যবাদ৷
১১
345317
১১ অক্টোবর ২০১৫ দুপুর ০২:২৮
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


লবনের সাথে মরিচের গুঁড়া, ঝিনুক ঘসে হয়েছে ছুরি,
......
খেয়েছি যা তার ফেলেছি দ্বিগুন চুপি চুপি মগডালে উঠি৷

শুধু ঐ ঝিনুকের ছুরি হাদিয়া দিয়েই বন্ধুত্ব ও আম- দুটো-ই পেয়েছি অনেক!!

অতীত রোমন্থনের সুযোগ যদি না থাকতো তবে বয়স্ক মানুষেরা খুব দ্রুতই মারা পড়তেন মনে হয়!!
১১ অক্টোবর ২০১৫ সন্ধ্যা ০৭:১৮
286523
শেখের পোলা লিখেছেন : একটা কথা মানতে বাধ্য হই তাহল, আজকের চেয়ে গতকাল ভাল ছিল তা একদিনে যত উন্নয়নই হোকনা কেন৷ আর অ আলায়কুমুস সালাম অ রহমাতুল্লাহ৷শৈশবই আসলে স্বাধীন সময়৷ নেই কোন বোঝা নেই দায়িত্ব৷ ঝিনুকের ছুরি ঠিক নয় ওটাকে পীলার বা ছিলার বলা যায়৷ লাইন মেলাতে ছুরি লিখেছি৷ ধন্যবাদ
১৩ অক্টোবর ২০১৫ রাত ১২:১১
286610
আবু সাইফ লিখেছেন : আমাদের সন্তানদের এখন সে স্বাধীনতা নেই- সব যেন বই-এর ভারবাহী গাধা-ঘোড়া!!
**
আপনি যে নামেই ডাকুন, আমরা ওটাকে "ঝিনাই-র চাকু" বলতাম!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File