ঁঁঁঁঁপ্রভুর আদেশ ক্রমে সকল কাজের তরে, সারা রাত ব্যাপী ফজর অবধি শান্তি বিরাজ করে৷ঁঁঁঁঁ
লিখেছেন লিখেছেন শেখের পোলা ১৩ জুলাই, ২০১৫, ০৮:০৫:২১ রাত
কাব্যানুবাদে সুরা আল ক্বদর
নিশ্চয়ই আমি নাজিল করেছি এ কোরআন মহিমান্বিত রাতে,
আপনার আছে কি জানা সে রাত! কি মহীমা রহিয়াছে তাতে!
সে রাত খানি জেনো শ্রেষ্ঠ অতি হাজার মাসের চেয়ে,
সেই সে রাতে ফেরেশ্তা ও রূহ নামিয়া আসেন ধেয়ে৷
প্রভুর আদেশ ক্রমে সকল কাজের তরে,
সারা রাত ব্যাপী ফজর অবধি শান্তি বিরাজ করে৷
(৯৭) সুরা আল ক্বদর (মক্কী) রুকু ১টি ও আয়াত ৫টি
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।
১/ إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ
অর্থ;-আমি অবশ্যই একে (ক্বোরআন কে) মহিমান্বিত রাতে নাজিল করেছি৷
২/ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ
অর্থ;-আর আপনি কি জানেন, মহিমান্বিত (ক্বদর) রাত কি?
৩/ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِّنْ أَلْفِ شَهْرٍ
র্অর্থ;-মহিমান্বিত রাত হল, একহাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ৷
৪/ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِم مِّن كُلِّ أَمْرٍ
অর্থ;-সেই রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশ্তাগণ ও জীবরাইল (রুহুল আমিন)তাদের রবের আদেশ ক্রমে নাজিল হয়৷
# লাইলাতুল ক্বদর, যা রমজান মাসের শেষ দশকের কোন একরাত, যা রসুল সঃ এর ইঙ্গিত মোতাবেক, শেষ দশকের কোন এক বেজোড় রাত, যা সাতাশ রমজানের রাতকেই ধারণা করা হয়ে থাকে৷ ঐ রাতে দুনিয়ার সামনের এক বৎসরের কর্ম পরিকল্পনা তৈরী হয়, আল্লাহর আদেশে হজরত জীবরাঈল আঃ সহ সকল দায়িত্ব প্রাপ্ত ফেরেশ্তাগণ নেমে আসেন ও সকলকে নতুন দায়িত্ব অর্পন করা হয়৷ এই রাতেই পবিত্র কোরআনের সত্যায়িত কপিও লওহে মাহফুজ হতে ফেরেশ্তাদের দফতরে নাজিল করা হয়৷ রাতটি বড়ই মহিমান্বিত, এ রাতের ইবাদত এক হাজার মাস অপেক্ষা শ্রেয়৷
৫/ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
অর্থ;-শান্তি অব্যাহত থাকে ফজর পর্যন্ত৷
# এ মহিমান্বিত রাতের কার্যক্রম ও শান্তি ফজরের সময় পর্যন্ত বহাল থাকে৷
বিষয়: বিবিধ
১২২৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
লাগল ।
জাজাকাল্লাহ
খাইরান
মন্তব্য করতে লগইন করুন